শিরোনাম
◈ সংঘের নিয়মে মোদির অবসর? বয়স বিতর্কে মোহন ভাগবতের স্পষ্ট জবাব ◈ খালেদা জিয়া সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠাননি: চান্দিনায় মাহমুদুর রহমান মান্না ◈ বাগেরহাটে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এখন ‘ভূতের বাড়ি’ ◈ নির্বাচনকে ঘিরে ধোঁয়াশা সৃষ্টি করছে কয়েকটি পক্ষ: সালাহউদ্দিন আহমেদ ◈ মুরগির মাংস-ডিমে সিসা-ক্রোমিয়ামসহ ভারী ধাতুর উপস্থিতি: বিএফএসএ গবেষণা ◈ কাকরাইলে জাপা ও গণঅধিকার নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, গুরুতর আহত নুরুল হক নুর (ভিডিও) ◈ বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি ◈ ডলারের বিপরীতে টাকার মান কমেছে বেশি: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে সরতেই হচ্ছে পেতংতার্নকে: আদালতের রায় ◈ দুই দশক পর আগামী বছর অস্ট্রেলিয়ায় টেস্ট ‌সি‌রিজ খেলবে বাংলাদেশ!

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ০১:২৩ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেনিস মহিলা একক বাছাইয়ে শীর্ষে ওসাকা

স্পোর্টস ডেস্ক : চলমান ইউএস ওপেন টেনিসে মহিলা এককে শীর্ষ বাছাই হিসেবে খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা। গতবার যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মত গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয় করেন ওসাকা। সরাসরি সেটেই সেরেনাকে হারিয়ে দেন তিনি। ৬-২ ও ৬-৪ গেমে জয় পান ২১ বছর বয়সী ওসাকা। ইউএস ওপেন ছাড়াও চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন ওসাকা। সূত্র : বাসস

দ্বিতীয় বাছাই হিসেবে কোর্টে নামবেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্তি। ইউএস ওপেনে ভালো সাফল্য নেই তার। ২০১৮ সালে চতুর্থ রাউন্ড খেলতে পারাটাই তার সেরা সাফল্য। তবে ক্যারিয়ারে একবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে বার্তির। চলতি বছরই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেন তিনি।

তৃতীয় বাছাই হয়েছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা। ২০১৬ সালে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি তিনি। ফলে গ্র্যান্ড স্ল্যামে এটিই তার সেরা সাফল্য।

চতুর্থস্থানে রয়েছেন দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রোমানিয়ার সিমোনা হালেপ। তবে ইউএস ওপেনে সেমিফাইনালের গন্ডি পর্যন্তই যেতে পেরেছেন তিনি। তাও সেটি ২০১৫ সালে। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৯ সালে উইম্বলডনের শিরোপা জয় করেন হালেপ।

২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস রয়েছেন অষ্টম স্থানে। ২০১৪ সালে সর্বশেষ ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন সেরেনা।
মহিলা এককে শীর্ষ দশ বাছাই :

বাছাই খেলোয়াড়
১. নাওমি ওসাকা (জাপান)
২. অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া)
৩. ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র)
৪. সিমোনা হালেপ (রোমানিয়া)
৫. এলিনা সভেৎলিনা (ইউক্রেন)
৬. পেত্রা কেভিতোভা (চেক প্রজাতন্ত্র)
৭. কিকি বার্টেন্স (নেদারল্যান্ডস)
৮. সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)
৯. আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)
১০. ম্যাডিসন কেইস (যুক্তরাষ্ট্র)

  • সর্বশেষ
  • জনপ্রিয়