শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু তিন বিচারপতি নয় আরও অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, বললেন বারের সম্পাদক খোকন

এস এম নূর মোহাম্মদ : কেবল তিন বিচারপতি নয় আরও অনেক বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খোকন বলেন, আমরা এ তিন জনের অভিযোগ তদন্ত করার বিষয়টিকে স্বাগত জানাই। তবে এ তদন্ত কারা করছে, তা স্পষ্ট করার দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তিনি দুর্নীতির বিষয়টি শুনেছেন। আর এটি প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির বিষয়। তাই আপাতত এ বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না।

খোকন বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল আবারও পুনরুজ্জীবিত হয়েছে। এখন এটির কার্যক্রম কি অবস্থায় রয়েছে আমরা জানি না। তাই এটি স্পষ্ট করা দরকার।

বারের সম্পাদক বলেন, বিচার বিভাগে আরও অনেকে দুর্নীতির সঙ্গে জড়িত। এ বিষয়ে আমরা এর আগে প্রধান বিচারপতিকে বারের পক্ষ থেকে অবহিত করেছি। এ বিষয়টি আমলে নিয়ে তদন্ত কাজ অব্যাহত রাখা হবে বলে আশাকরি।

এর আগে খোকন নবম সংসদ বহাল থাকা অবস্থায় দশম সংসদের সদস্যদের শপথ নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা রিট করেছিলাম। কিন্তু হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন। এখন হাইকোর্টের আদেশ হাতে পেয়ে আমরা আপিল করেছি। আর আপিলে ন্যায় বিচার পাবার বিষয়ে আশা প্রকাশ করেন খোকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়