শিরোনাম
◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ◈ ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের মামলায় মিসর, স্বাগত জানাল হামাস ◈ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট: পররাষ্ট্রমন্ত্রী ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা  মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে : ওবায়দুল কাদের  ◈ হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ১৩ হাজার ৫০০ জন হজযাত্রী মক্কায় পৌঁছেছেন  ◈ জাবালিয়ায় ইসরায়েলি ট্যাংক, রাফা থেকে পালিয়েছে ৩ লাখ মানুষ ◈ সাবেক মন্ত্রীর চার ছেলের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০২:১৯ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে মুদি দোকানীকে অপহরণ করে মুক্তিপন দাবির অভিযোগ

এম এ হালিম, সাভার : সাভারে এক মুদি দোকানীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। দাবি অনুযায়ী মুক্তিপণের টাকা না দিলে ওই ব্যবসায়ীকে হত্যার হুমকিও দিয়েছে অপহরণকারীরা। ঘটনাটি জানিয়ে বুধবার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ওই ব্যবসায়ীর স্ত্রী দ্বিপালী সাহা।
নিখোঁজ ওই মুদি দোকানীর নাম স্বপন সাহা (৪০)। সে সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায় মুদি দোকান করেন বলে জানিয়েছেন তার স্ত্রী দ্বিপালী সাহা।

দ্বিপালী সাহা অভিযোগ করেন, ১৮ আগস্ট সাভারের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরে পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপণদাবি করে অপহরণকারীরা। এছাড়া দাবি অনুযায়ী সময়মতো মুক্তিপণের টাকা না দিলে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছে অপহরণকারীরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মুদি দোকানী নিখোঁজের ঘটনায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এঘটনায় মুক্তিপণ দাবি করা মোবাইল নাম্বার এবং ওই ব্যবসায়ীর ব্যবহৃত মোবাইল নাম্বার দুটি ট্র্যাকিং করে তাদের অবস্থান সনাক্ত করা হয়েছে। খুব শিগগির অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হবে। সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়