শিরোনাম

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাননীয় প্রধানমন্ত্রী এখনো আমার কাজের প্রতি আস্থা রেখেছেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া

আশরাফুল আলম খোকন : এর আগে সাড়ে ছয় বছর যুক্তরাষ্ট্রে ছিলাম। বলা যায় ওখানে থিতু হয়ে বসেছিলাম। মানে দেশে আসা যাওয়ার মাঝখানে বাকি সময়টা ওখানেই কাটিয়ে দিবো। মানুষ ভাবে এক হয় আরেক। প্রত্যাশার চেয়ে বেশিও হয়। মনে পরে ক্লাস সেভেনে পড়ার সময় বৃষ্টির মধ্যে একবার আম গাছে উঠে চূড়ায় এক ঘন্টারও বেশি সময় বসে ছিলাম। স্কুল ফাঁকি দিয়ে গিয়েছিলাম। কারণ পাশের রাস্তা দিয়ে যিনি যাবেন তাকে এক নজর দেখার জন্য। গাছটিও ছিলো বাড়ি থেকে ৬ মাইল দূরে। গাছের উপর থেকে কালো গাড়ির গ্লাসের ফাঁক দিয়ে শুধু মুখের এক পাশ দেখতে পেয়েছিলাম। আর ওই আনন্দেই সারারাত ঘুম আসেনি। তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জীবনে এর চেয়ে পরম পাওয়া আর কি হতে পারে, সেই বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, মহান সৃষ্টিকর্তা সেই সুযোগ আমাকে দিয়েছেন। ২০১৩ সালের ১৮ আগস্ট তাঁরই উপ প্রেসসচিব পদে যোগদান করি। এখনো আছি। এই পদে আজ ছয় বছর পূর্ণ করলাম। মাননীয় প্রধানমন্ত্রী এখনো আমার কাজের প্রতি আস্থা রেখেছেন - মহান আল্লাহর কাছে শুকরিয়া।

নির্বাচিত মন্তব্য : জাহিদ হাসান- মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার ঠিকানা আশরাফুল আলম খোকন ভাই, পদ আপনাকে অলংকৃত করেনি, বরং আপনিই কঠোর পরিশ্রম, মেধা ও যোগ্যতায় উপ প্রেসসচিব পদকে অলংকৃত করেছেন। অভিনন্দন আপনাকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনাকে। ২. ইশতিয়াক আহমেদ শরীফ- আপনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উয়িং নতুন গতি সঞ্চার পেয়েছে। প্রেস উয়িং আরও আধুনিক হয়েছে। আশা করি আগামী দিনেও আপনার দূরদর্শী চিন্তা চেতনায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উয়িং আরো সাফল্যমন্ডিত হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়