শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০১:৫০ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পে মাশরাফিসহ ৩৫ ক্রিকেটার

আক্তারুজ্জামান : একটু আগেই চূড়ান্ত হয়েছে টাইগারদের মূল কোচ। এবার আসন্ন সিরিজ ঘিরে প্রাথমিক দল ঘোষণা। কন্ডিশনিং ক্যাম্পের জন্য ৩৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দেখা যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার নামও। আগামী মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু দুটো সিরিজের একটিতেও খেলেন না মাশরাফি।

ধারনা করা হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করবে বিসিবি। যে আয়োজনের পর মাশরাফিকে বিদায়ী উপহারও দিতে চাইবে বিসিবি।

পুরোপুরি ফিট না হওয়ায় মাশরাফি বিন মুর্তজা ক্যাম্প থেকে ছুটি চেয়েছিলেন। তার সঙ্গে আসন্ন হোম সিরিজে বিশ্রাম চেয়েছিলেন তামিম ইকবালও। অনুরোধ করেছিলেন আসন্ন হোম সিরিজে তাকে বিবেচনা না করতে। তবে তামিমকে ছুটি দিলেও আজ মাশরাফিকে নিয়েই ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি সম্প্রতি বাদ পড়া কয়েকজন ক্রিকেটারকে ফেরানো হয়েছে। এর বাইরে ভবিষ্যতে যারা জাতীয় দলের জন্য বিবেচনাধীন তারাও রয়েছেন। দীর্ঘ মেয়াদী চিন্তায় বড় দল নিয়ে ক্যাম্প শুরু করছে বিসিবি।

রোববার থেকে শুরু বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প চলবে ২৭ আগস্ট পর্যন্ত। এতে প্রথমে যোগ দেবেন ২৪ ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের অনুশীলন শুরু ২৮ আগস্ট থেকে। কন্ডিশনিং ক্যাম্পের বাকি ১১ খেলোয়ায় বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে খেলবে শ্রীলঙ্কা ইমার্জিং টিমের বিপক্ষে।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর। এরপর ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর।

৩৫ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পের দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল ইসলাম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলী, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়