সালেহ্ বিপ্লব : ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর সাড়ে ছটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সব শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
প্রধানমন্ত্রী এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সিনিয়র নেতারা এসময় উপস্থিত ছিলেন।