শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৬:২৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকার কর্মীদের কাশ্মীর পরিস্থিতির ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিলো ভারতীয় প্রেসক্লাব

নূর মাজিদ : অবরুদ্ধ কাশ্মীর ঘুরে এসে সেখানকার সাধারণ মানুষের ক্ষোভ এবং দুর্ভোগকে তুলে ধরতে একটি ভিডিও প্রকাশ করতে চেয়েছিলেন ভারতের বামপন্থী মানবাধিকার কর্মীদের একটি টিম। বিখ্যাত অর্থনীতিবিদ জিন দ্রিজে, অধিকারকর্মী কাভিথা ক্রিশনান, মাইমুনা মোল্লাহ এবং ভিমালভাই ওই টিমের সদস্য। ৫ দিনের কাশ্মীর সফরের পর বুধবার খাঁচায় বন্দি কাশ্মীর বা ‘কাশ্মীর কেজড’ শীর্ষক ওই ভিডিওটি তারা এক সংবাদ সম্মেলনে প্রকাশ করতে চেয়েছিলেন। আর সেখানেই বাঁধা দিয়েছে স্বয়ং প্রেসক্লাব। খবর : দ্য কুইন্ট।

ভারতীয় প্রেসক্লাব সাফ জানিয়ে দিয়েছে কাশ্মীর নিয়ে কোন ভিডিও বা ছবি প্রকাশ করার অনুমতি তারা দেবে না। এই বিষয়ে পরিবর্তীতে এক সংবাদ সম্মেলনে কাভিথা ক্রিশনান বলেন, ‘প্রেসক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানান, আমাদের (ভিডিও প্রদর্শনে) প্রজেক্টর ব্যবহার করতে দেয়া হবে না।

কিন্তু, তারা আমাদের ব্যক্তিগত আলাপে জানিয়েছেন, ছবি এবং ভিডিও সম্প্রচার না করতে দেয়ার জন্য তারা তীব্র চাপের মুখে রয়েছেন। এবং গোয়েন্দা সংস্থাগুলো প্রেসক্লাবের কার্যক্রমে কড়া নজর রাখছে। প্রেসক্লাবেও যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকে তাহলে সাড়া ভারতে কোথায় আমরা এসব প্রদর্শন করতে পারব?’

এদিকে অধিকার কর্মীরা কাশ্মীর কেজড নামে একটি প্রতিবেদনও প্রকাশ করেন। সেখানে তারা জানান, গত ৫ দিনের সফরে আমরা কাশ্মীরের জনতার মাঝে দিল্লীর পদক্ষেপের বিপক্ষে বিপুল ও তীব্র ক্ষোভ লক্ষ্য করেছি।

শ্রীনগরের সাফাকদাল এলাকার বাসিন্দা এক ব্যক্তি বলেন, ‘সরকার আমাদের সঙ্গে দাসের মতো আচরণ করছে। কাশ্মীরিদের বন্দি করে তারা আমাদের জীবন এবং ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে।’

সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়