নূর মাজিদ : কলকাতার একটি মেট্রোপলিটন আদালত গত মঙ্গলবার কংগ্রেসের শীর্ষ নেতা এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। চলতি বছরের এপ্রিল-মে মাসের লোকসভা নির্বাচনে ‘বিজেপির বিজয় দেশকে হিন্দু পাকিস্তান তৈরির দিকে ঠেলে দিয়েছে’, এমন মন্তব্য করে তিনি তীব্র সমালোচনার শিকার হন। মূল ধারার জনগণ, সরকার এবং অধিকাংশ জনগণের তীব্র কটাক্ষে জর্জরিত হতে থাকেন তিনি। সরকার তাকে এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও, থারুর তা অস্বীকার করেন।
এই অবস্থায় গত মঙ্গলবার কলকাতার প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিপাঞ্জন সেন কংগ্রেস আইনপ্রণেতার গ্রেফতারির সমন জারি করলেন। নিজ বক্তব্যের মাধ্যমে শশী থারুর রাষ্ট্রের সাম্প্রদায়িক সম্প্রীতিকে হুমকির মুখে ফেলেছেন, আইনজীবী সুমিত চৌধুরী আদালতের কাছে এমন অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা প্রার্থনা করেছিলেন।
পিটিশনে সুমিত চৌধুরী সংবিধানের জাতীয় মর্যাদা আইন লঙ্ঘনের অভিযোগও করেন। সম্পাদনা : খালিদ আহমেদ