আরিফা রাখি : রাজধানীর গুলশান-২ এর ৪৪ নম্বর রোডের প্লট নম্বর এনডব্লিউবি ২৮(১১৯) এর ছাদে প্রচুর এডিস মশার লার্ভা এবং মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায় বলে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
তিনি জানান, বাড়িটির ছাদের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, ছাদে ও ড্রেনে জমে থাকা পানি, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন, কমোড ইত্যাদি পাওয়া যায়। এ সব স্থানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়।
বুধবার দুপুরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাড়ির মালিককে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুসারে এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে কেয়ারটেকারকে সাতদিনের কারাদণ্ড দেয়া হয়।
এসব অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ঈদুল আজহার ছুটির পর ডেঙ্গু ইস্যুতে এটিই ডিএনসিসির প্রথম ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম।
সম্পাদনা: অশোকেশ রায়/সারোয়ার