শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসিতে কোরবানির বর্জ্য নেই, বললেন মেয়র আতিকুল

সুজিৎ নন্দী: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এবার ডিএনসিসি এলাকায় আড়াই লাখেরও বেশি পশু কোরবানি হয়। বর্জ্য অপসারণে নিজস্ব দুই হাজার ৪০০ জন কর্মীসহ নয় হাজার ৫০০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত ছিলেন। সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছেন। শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, ঈদ-উল আজহার প্রথম দিন থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ২৩৪ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ৪৩৮টি যানবাহন ২ হাজার ৪৪৯টি ট্রিপে এ পরিমাণ বর্জ্য অপসারণ করে।

ঈদের পরদিন মঙ্গলবার বিকেলে বর্জ্য অপসারণের অগ্রগতি সম্পর্কিত সংবাদ সম্মেলনে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম আরও জানান, ঈদের দিন বিকেল ৫টা থেকে রাত ১০টার মধ্যে ৭, ১১, ৩, ৩১ ও ১৭ (আগে পরিষ্কারের ভিত্তিতে) ওয়ার্ডের কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ড বর্জ্যমুক্ত ঘোষণা করেন। আর আজ সকাল ১১টা থেকে ১ টার মধ্যে সকল অঞ্চল তাদের এলাকা কোরবানির পশুর বর্জ্য শূন্য বলে আমাদের অবহিত করেন।

বর্জ্য অপসারণ করা প্রথম তিনটি ওয়ার্ডেকে পুরস্কার দেওয়া হবে বলে জানান আতিকুল ইসলাম। অন্যদিকে এবার সিটি করপোরেশন নির্ধারিত স্থানে পশু কোরবানির হার আগের থেকে বেশি হয়েছে দাবি করেন আতিক। তিনি বলেন, নির্ধারিত স্থানে পশু জবাইয়ের সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মঞ্জুর হোসেনসহ অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়