শিরোনাম
◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে গেলেন মালিক ও হাফিজ

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি পাকিস্তানের মিডিয়াগুলোতে প্রকাশিত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। সেই খবরই সত্যি হলো। পিসিবির নতুন চুক্তিতে অন্তর্ভূক্ত হননি এই দুই ক্রিকেটার। একটা সময় দেশের ক্রিকেটকে দুহাত ভরে দিয়েছেন। ক্যারিয়ারের শেষদিকে এসে আগের ফর্ম নেই। ম্লান পারফরমেন্সের কারণে এই দুই ক্রিকেটার তাই বাদই পড়েছেন বোর্ডের চুক্তি থেকে।

বোর্ডের আওতায় থাকা ক্রিকেটাররা সবাই হয়ে থাকেন জাতীয় দলের ক্রিকেটার। মালিক ও হাফিজ জাতীয় দলে খেলে যাচ্ছেন এখনও। যদিও বিশ্বকাপে তাদের পারফরমেন্স সন্তোষজনক ছিলো না। যার কারণে চুক্তি থেকে বাদ পড়েছেন তারা।

পিসিবি তাদের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকায় বেশ পরিবর্তন নিয়ে এসেছে। গত বছর ৩৩ জন ক্রিকেটারের সাথে চুক্তি করলেও এবার চুক্তি আওতায় এসেছেন মাত্র ১৯ জন ক্রিকেটার। আর এই তালিকায় মালিক ও হাফিজের জায়গা হয়নি।

বিশ্বকাপে পাকিস্তানের পারফরমেন্স নিয়ে দেশটির ক্রিকেটে রয়েছে অসন্তোষ। শেষদিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেও শুরুর ব্যর্থতায় পাকিস্তান সেমিফাইনালে জায়গা করতে পারেনি। অথচ এই ইংল্যান্ডেই দুই বছর আগে জিতেছিলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার অন্যতম কারণ সিনিয়রদের নিস্প্রভতা। তাদের ম্লান পারফরমেন্স দলের ভালো করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলো, এমনটি মনে করেন অনেকে। সেই ধারাবাহিকতায়ই কপাল পুড়েছে মালিক-হাফিজদের।

এদিকে খেলোয়াড় সংখ্যার মত ক্যাটাগরির সংখ্যায়ও পরিবর্তন এনেছে পিসিবি। গত মৌসুমে পাঁচটি ক্যাটাগরিতে চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা করলেও এবার ক্যাটাগরি রাখা হয়েছে মাত্র তিনটি।

একনজরে পিসিবির নতুন চুক্তির আওতায় থাকা ক্রিকেটাররা

ক্যাটাগরি ‘এ’ : বাবর আজম, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ্।
ক্যাটাগরি ‘বি’ : আসাদ শফিক, আজহার আলী, হারিস সোহাইল, ইমাম উল হক, মোহাম্মদ আব্বাস, শাদাব খান, শাহীন শাহ্ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ।

ক্যাটাগরি ‘সি’ : আবিদ আলী, হাসান আলী, ফখর জামান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, উসমান শিনওয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়