শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ০১:১৬ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ কমান্ডারকে জীবন বাঁচাতে বলেন ইরানি কমান্ডার

নিউজ ডেস্ক: পারস্য উপসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটকের সময়কার ভিডিও ফুটেজ প্রকাশের পর এবার একটি অডিও প্রকাশ করা হয়েছে। ট্যাংকারটি আটকের সময় ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের কমান্ডারের সঙ্গে কড়া ভাষায় কথা হয় ইরানি কমান্ডারের।সময় টিভি।

ব্রিটিশ ট্যাংকারকে রক্ষা করতে চেষ্টা করায় রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের কমান্ডারকে হুমকি দিয়ে ইরানি কমান্ডার বলেন, ‘নিজের জীবনকে হুমকির মুখে ফেলবেন না।’

সোমবার (২৯ জুলাই) ইরানি বার্তাসংস্থা আইআরআইয়ের খবরে ওই অডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটকের সময় ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে অভিযানে বাধা না দিতে কড়া বার্তা দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

অডিওতে শোনা যায়, ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস মন্টরোজ (এফ-২৩৬) থেকে পাশের আন্তর্জাতিক পানিসীমায় তার অবস্থান ঘোষণা করা হচ্ছে। ব্রিটিশ যুদ্ধজাহাজটি তেলবাহী ট্যাংকার স্টেনা ইমপেরোকে এস্কর্ট দিয়ে নিয়ে যাচ্ছিল।

ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে এ বক্তব্য দেয়ার পরই আইআরজিসি’র একজন কর্মকর্তা বার্তা দেন, ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬, এটি হলো সেপাহর নৌবাহিনীর টহল বোট: আপনাদেরকে এই ইস্যুতে হস্তক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে।

এ সময় ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে জবাব দেয়া হয়, এটি হচ্ছে ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬। একটি বাণিজ্যিক জাহাজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রণালীতে এস্কর্ট দেয়ার জন্য আমি তার পাশে রয়েছি।

জবাবে ইরানি কর্মকর্তা বলেন, ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬, এটি হচ্ছে সেপাহর নৌবাহিনীর টহল বোট, নিজের জীবনকে বিপদের মুখে ফেলবেন না।

উল্লেখ্য, গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের তেলবাহী একটি সুপার ট্যাংকার আটক করে ব্রিটিশ মেরিন সেনারা। পরে পারস্য উপসাগরে একটি ইরানি মাছধরা ট্রলারকে ধাক্কা দিলে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার স্টেনা ইমপেরোকে আটক করে ইরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়