শিরোনাম
◈ এসএমই মেলা-২০২৪ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৯, ০৭:৩০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৯, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরিতে বড় ধরনের ক্ষতি মাহমুদউল্লাহর

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ড সফরের সময় কাঁধের ইনজুরির কারণে বড় ধরনের বিপদের মুখে পড়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। অবশ্য এ ইনজুরি নিয়ে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলতে পারলেও বোলিংয়ে দেখা যায়নি তাকে। আর দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী মনে করেন, সম্পূর্ণ ফিট হয়ে কখনোই খেলতে পারবেন না মাহমুদউল্লাহ। ব্যাটিং কিংবা বোলিং করতে পারলেও ফিল্ডিংয়ে প্রতিক‚ল পরিস্থিতিতে পড়তে হবে তাকে।

দেবাশিস বলেন, ‘বোলিং করতে পারলেও কাঁধের ইনজুরির কারণে বড় ক্ষতি হয়েছে মাহমুদউল্লাহর। যার প্রভাব পড়বে তার ফিল্ডিংয়ে। পূর্ণ শক্তিতে এখন আর বল থ্রো করতে পারবেন না এই অলরাউন্ডার। বোলিংয়ে কোনো রকম সমস্যা না থাকলেও ফিল্ডিংয়ে এই চোট পেছনে ফেলে দেবে রিয়াদকে। তাকে ধীরে ধীরে চতুরতার সাথে ফিল্ডিং করতে হবে। কিন্তু এই চোট পুরোপুরি ভাবে কখনো সেরে উঠবে না। কারণ সেই জায়গায় এখনো ‘টিয়ার’ রয়েছে।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বোলিং করতে পারবেন এই অফ স্পিনার। রোববার শ্রীলঙ্কার বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৩ ওভার বোলিংও করেছেন তিনি। বোলার মাহমুদউল্লাহকে ফিরে পাওয়া বাংলাদেশ দলের জন্য স্বস্তির কারণ। কিন্তু ফিল্ডিংয়ে সম্পূর্ণ উদ্যম দেখাতে না পারা মাহমুদউল্লার জন্য অস্বস্তির কারণ হওয়াটাই স্বাভাবিক।

সম্পাদনা : রাশিদ রিয়াজ ও রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়