শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০২:০৮ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিন্নির বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন রিফাতের বাবা

সাগর আকন : মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যা মামলার বাদী ও নিহত রিফাত শরীফের বাবা জানিয়েছেন মিন্নির বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করবেন তিনি।

রোববার বেলা সাড়ে বারোটার দিকে বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে মানববন্ধন ও পরে প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন তিনি।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত রিফাতের বাবা দুলাল শরীফ, তার মা ডেইজি বেগম, বোন উসরাত জাহান মৌ, চাচা আবদুল লতিফ শরীফ, আবদুল আজীজ শরীফ, চাচাতো বোনসহ বরগুনার সর্বস্তরের সাধারণ মানুষ। এসময় মামলার পাশাপাশি রিফাত শরীফ হত্যাকাণ্ডে  জড়িত সকল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান তারা।

দুলাল শরীফ বলেন, একজন সন্তানহারা বাবা হিসেবে ছেলের হত্যাকারীদের ফাঁসির অপেক্ষায় অধীর আগ্রহে আছি। কিছু মানুষ প্রকৃত তথ্য না জেনে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিন্নির পক্ষে লেখালেখি করছেন। তাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রকৃত সত্য জেনে তারপর লেখালেখি করেন।
তিনি আরও বলেন, রিফাত শরীফের সঙ্গে মিন্নির দ্বিতীয় বিয়ের সময়ও মিন্নির নয়ন বন্ডের সঙ্গে প্রথম বিয়ের তথ্য গোপন করার অভিযোগে এ মামলা করবেন বলে তিনি জানান।

মিন্নিকে আইনি সহায়তা দিতে আসা আইনজীবীদের উদ্দেশ্যে দুলাল শরীফ বলেন, প্রত্যেক অভিযুক্তের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। তেমনি সুযোগ রয়েছে আইনজীবীর মধ্যে তাদের আদালতে নির্দোষ প্রমাণ করার সুযোগও। মিন্নির পক্ষে যেসব আইনজীবী আদালতে উঠেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনার নিজেরা রিফাত হত্যাকাণ্ডের অনুসন্ধান করুন। যদি এ হত্যাকাণ্ডে মিন্নি জড়িত থাকে তাহলে মিন্নিসহ এ মামলার সকল অভিযুক্তকে আইনি সহায়তা না দেয়ার অনুরোধ জানান তিনি।

মানববন্ধন শেষে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দুলাল শরীফ বলেন, নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ে হওয়ার পরও মিন্নির পরিবার সেই তথ্য গোপন করে আমার ছেলের সাথে মিন্নির বিয়ে দেয়। মূলত একারণেই আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড ও তার সহযোগীরা। এ হত্যা পরিকল্পনার সঙ্গে মিন্নি নিজেও জড়িত। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়