শিরোনাম

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯, ০২:৩৯ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৯, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ আমানত বিমানবন্দর থেকে ৫৫ হাজার রিয়েলসহ হজ কাফেলার কর্মকর্তার ব্যাগ চুরি

চট্টগ্রাম প্রতিনিধি: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দারুল ইমাম ইন্টারন্যাশনাল হজ কাফেলার কর্মকর্তার ৫৫ হাজার রিয়েলসহ ব্যাগ চুরি হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে ৪টার পর বিমানবন্দর মসজিদের বারান্দা থেকে ৪ জন লোক ব্যাগটি নিয়ে মূল ফটক দিয়ে বেরিয়ে যান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, একটি হজ কাফেলার কর্মকর্তা মো. নুরুল ইসলাম অভিযোগ করেছেন তার ব্যাগ চুরি হয়েছে এবং তাতে ৫৫ হাজার রিয়েল (বাংলাদেশি ১২ লাখ টাকা) ছিল। এরপর আমরা ক্লোজসার্কিট ক্যামেরার ফুটেজ দেখি। যাতে ৪ জন মানুষ ব্যাগটি নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এ সময় ব্যাগের মালিক অন্যমনস্ক ছিলেন। রহস্যজনক মনে হওয়ায় এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হজ কাফেলার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে।

শহীদুল ইসলাম বলেন, ওই হজ কাফেলার অধীনে কর্মকর্তাসহ ১৫৮ জন রাত আটটার হজ ফ্লাইটে সৌদি আরব গেছেন। তবে রিয়েলসহ ব্যাগ চুরির ঘটনাকে ঘিরে যাতে কাফেলার হাজিদের হয়রানি না করেন সে জন্য লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়