মহসীন কবির : প্রশাসনের দাবি পূরণের আশ্বাসে সড়ক থেকে চলে গেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এর ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে পরীক্ষার ফল বাতিলসহ বিভিন্ন দাবিতে নীলক্ষেত সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ফলে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এদিকে রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ভালো পরীক্ষা দিয়েও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে গণহারে ফেল করেছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থী সিজিপিএ ২-এর কম পেলে পরবর্তী বর্ষে তাকে উত্তীর্ণ করানো হয় না। আগে এ বিষয়ে কোনো নোটিশ না দিয়েই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। এতে বিপাকে পড়েছেন তারা। এই নিয়ম কার্যকরের ফলে অনেক শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না।
ঢাকা কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র নাইম বলেন, ‘২০১৮ সালের ডিসেম্বরে আমাদের পরীক্ষা শেষ হলেও ফলাফল প্রকাশিত হয় চলতি বছরের ১৫ জুলাই। আবার এই ফলাফলে আমাদের গণহারে ফেল করানো হয়েছে৷ সিজিপিএ ২-এর কম পেলে আমাদের মানোন্নয়ন পরীক্ষা দেয়ার কোনো সুযোগ নেই আমরা এই নিয়ম চাই না।’