শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার জলসীমানা থেকে ৩৮ জন যাত্রীসহ ট্রলার উদ্ধার

ডেস্ক রিপোর্ট : ফাইল ফটোমিয়ানমার জলসীমানা থেকে ৩৮ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (১২ জুলাই) দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার সময় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ওই ট্রলারে দ্বীপে ভ্রমণে আসা ৮ পর্যটক ও দ্বীপের ৩০ জন বাসিন্দা ছিল।বাংলা ট্রিবিউন

বিকালে মিয়নমারে জলসীমানার বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় পর্যটকসহ ট্রলারটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোসেল রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার সময় পর্যটকসহ ৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষং দ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল তিনটি ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বিকালে দ্বীপে নিয়ে আসে। তারা সবাই সুস্থ আছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, `সাগরে পর্যটকসহ বিকল ট্রলার উদ্ধার করে দ্বীপে আনা হয়েছে। এতে কোনও ধরনের সমস্যা হয়নি। তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।’

উদ্ধার ট্রলারে থাকা দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, সাগরের মাঝপথে এসে ট্রলার বিকল হয়ে যায়। ট্রলার ভেসে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যাচ্ছিল। ফলে যাত্রীরা বেশিরভাগই ভয়ে ছিল।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদের মালিকাধীন ট্রলারে করে দ্বীপে ভ্রমণে আসা ৮ পর্যটকসহ ৩৮ যাত্রী বহন করে সেন্টমার্টিনের দিকে ট্রলারটি রওনা হলে সাগরের মাঝপথে বিকল হয়। খবর পেয়ে যাত্রীবাহী ট্রলার উদ্ধার করে সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যরা। এতে কোনও ধরনের ক্ষতি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়