শিরোনাম
◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম ◈ নির্বাচন জামায়াত–এনসিপির অধীনে হচ্ছে, তাদের মিলেই সরকার গঠিত: জিএম কাদের ◈ শুল্ক কমানো হলেও কেন কমছে না দাম—ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার জলসীমানা থেকে ৩৮ জন যাত্রীসহ ট্রলার উদ্ধার

ডেস্ক রিপোর্ট : ফাইল ফটোমিয়ানমার জলসীমানা থেকে ৩৮ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (১২ জুলাই) দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার সময় যাত্রীবাহী একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ওই ট্রলারে দ্বীপে ভ্রমণে আসা ৮ পর্যটক ও দ্বীপের ৩০ জন বাসিন্দা ছিল।বাংলা ট্রিবিউন

বিকালে মিয়নমারে জলসীমানার বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় পর্যটকসহ ট্রলারটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোসেল রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার সময় পর্যটকসহ ৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষং দ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল তিনটি ট্রলার নিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বিকালে দ্বীপে নিয়ে আসে। তারা সবাই সুস্থ আছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, `সাগরে পর্যটকসহ বিকল ট্রলার উদ্ধার করে দ্বীপে আনা হয়েছে। এতে কোনও ধরনের সমস্যা হয়নি। তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।’

উদ্ধার ট্রলারে থাকা দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, সাগরের মাঝপথে এসে ট্রলার বিকল হয়ে যায়। ট্রলার ভেসে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যাচ্ছিল। ফলে যাত্রীরা বেশিরভাগই ভয়ে ছিল।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদের মালিকাধীন ট্রলারে করে দ্বীপে ভ্রমণে আসা ৮ পর্যটকসহ ৩৮ যাত্রী বহন করে সেন্টমার্টিনের দিকে ট্রলারটি রওনা হলে সাগরের মাঝপথে বিকল হয়। খবর পেয়ে যাত্রীবাহী ট্রলার উদ্ধার করে সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যরা। এতে কোনও ধরনের ক্ষতি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়