শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রী জেলে যাওয়ার পর থেকে আমি ফুল নেই না, বললেন ফখরুল

শিমুল মাহমুদ : প্রয়াত রাজনীতিবিদ মশিয়ুর রহমান জাদু মিয়ার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার শেষে বক্তব্য দেওয়ার জন্য নাম ঘোষণা করা হলে চেয়ার থেকে উঠে বক্তব্য দেওয়ার জন্য ডায়াসে যান মির্জা ফখরুল । এ সময় আয়োজক কমিটির কয়েকজন ফুল দিতে গেলে ফুল না নিয়ে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই ফুল নেন না।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভায় নেতাকর্মীদের হতাশ না হওয়ার জন্য পরামর্শ দেন তিনি। ফখরুল বলেন, দুই-একজন বেরিয়ে গেলে হতাশ হবেন না। এরকম দুই-একজন যাবে আসবে। আমরা যদি মানুষকে মুক্তি দিতে চাই তাহলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

খালেদা জিয়ার পরামর্শে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আমরা ২০ দল গঠন করেছি তার সিদ্ধান্তে, ঐক্যফ্রন্ট গঠন করেছি তার পরামর্শ নিয়ে, আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তারই পরামর্শ নিয়ে। আমরা এখনো মনে করি, বাংলাদেশে এখনো যদি জনগণের নেতা থাকেন, তিনি খালেদা জিয়া।

তিনি বলেন, তাকে আজকে আটকে রেখেছে কেন? সে সময়ে তিনি বাইরে থাকলে বানের স্রোতের মতো সব ভেসে যাবে। আজকেও তাকে বের করছে না এজন্য যে, তিনি যদি আজকে মুক্ত হন, তাহলে এদের অস্বিত্ব বিপন্ন হয়ে পড়বে।

বিএনপি নেতাদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, আর কতকাল আপনারা ঘুমিয়ে থাকবেন, রিক্সাচালকদের আন্দোলন, কোটা সংস্কারকারীদের আন্দোলন, এসব দেখোও আজকে আমরা শিখছি না কারন আমাদের রাজনীতি আজ বিশেষ কিছু মানুষের কাছে বন্দি হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়