শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১০ জুলাই, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ১০ জুলাই, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি নজরুল ইন্সটিটিউটে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু

রেন্টিনা চাকমা :জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউটে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে ভর্তি হওয়া যাবে।

সঙ্গীতঃ এই শাখায় ৬ -৯ বছরের শিশুরা প্রাথমিক শাখায় ভর্তি হতে পারবে । মাধ্যমিক শাখায় শিশু- কিশোরের বয়স হতে হবে ১০ থেকে ১৪ বছর। তরুণদের ক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক শাখায় বয়স হতে হবে ১৫ থেকে ৩০ বছর। কোর্সসমুহ ১ বছর মেয়াদি । শিক্ষাবর্ষ ২০১৯-২০২০। উচ্চতর নজরুল সঙ্গীতের কোর্স সম্পন্ন করতে পারবে ২০ বছরের উপরের যেকোনো বয়সের শিক্ষার্থী । এই বয়সের শিক্ষার্থীরা ২ বছর মেয়াদি নজরুল সঙ্গীতের ডিপলোমা কোর্সটিও করতে পারবে। শিক্ষাবর্ষ ২০১৯-২০২১। তবে প্রতিবন্ধী শিশু কিশোরদেও ক্ষেত্রে ১ বছর মেয়াদি কোর্স ফ্রি। প্রশিক্ষণার্থীদের সপ্তাহে ১ দিন ফ্রি ক্লাস করার সুযোগ থাকবে।

নৃত্যঃ প্রাথমিক বিভাগে শিশু শাখায় ৬ থেকে ৯ বছরের শিশুরা ভর্তি হতে পারবে। কিশোর এবং তরুণরা প্রাথমিক বভাগে ১০ থেকে ১৫ বছর হলেই নৃত্য শাখায় ভর্তি হওয়া যাবে । মাধ্যমিক বিভাগে কিশোর আর তরুণরা ১৬ বছরের উপরে হলেই ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ বছর মেয়াদি কোর্সে যুক্ত হতে পারবে।

আবৃত্তিঃ শিশুরা প্রাথমিক বিভাগে ৬ থেকে ৯ বছর বয়সের প্রাথমিক বিভাগের জন্য প্রস্তুতি নিতে পারবে। ১ বছর মেয়াদি কোর্সে ২০১৯- ২০২০ শিক্ষাবর্ষের জন্য কিশোর এবং তরুণদের বয়স ১০ থেকে ৩০ বছর। ভর্তি প্রক্রিয়া চলবে জুলাই মাস পর্যন্ত।

বিস্তারিত তথ্য জানতে www.nazrulinstitute.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিঃদ্রঃ সঙ্গীত শাখার চ এবং গ্রুপের বাছাই পরীক্ষা ১৮-০৭- ২০১৯ তারিখে বিকাল ৩ টায় শুরু হবে। সেই দিনই ফলাফল প্রকাশিত হবে। ২০ জুলাই দুপুর বারোটায় পরিচিতিকরন ক্লাস শুরু হবে। এছাড়া ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি শাখার প্রশিক্ষণার্থীদের ২০ জুলাই সকাল ১০ টায় সার্টিফিকেট প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়