শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভ জন্মদিন কামাল লোহানী

আমাদের সময় ডট কম : প্রখ্যাত সাংবাদিক, প্রাবন্ধিক ও সাংস্কৃৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর জন্মদিন আজ। ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কামাল লোহানী নামেই সমধিক পরিচিত হলেও তার পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী।

ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় ১৯৫৩ সালে তিনি গ্রেফতার হন। ১৯৫৪ সালে আবারও গ্রেফতার হন। এরপর তিনি পাবনা থেকে ঢাকায় এসে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক পূর্বদেশ, দৈনিক বার্তাসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি সাংবাদিক ইউনিয়নে দু'দফায় যুগ্ম সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন। তিনি গণশিল্পী সংস্থার সভাপতি ছিলেন। ১৯৬২ সালে কামাল লোহানী ছায়ানটের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। সাড়ে চার বছর ওই দায়িত্ব পালন করেন তিনি। এরপর মার্ক্সবাদী আদর্শে ১৯৬৭ সালে গড়ে তোলেন ক্রান্তি শিল্পীগোষ্ঠী। ১৯৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন কামাল লোহানী। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবেও চার বছর দায়িত্ব পালন করেন।

তিনি বর্তমানে উদীচীর কেন্দ্রীয় কমিটির প্রথম সদস্য। পাশাপাশি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা তিনি। এখন তিনি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে চলেছেন। কামাল লোহানী ২০১৫ সালে সাংবাদিকতায় একুশে পদক লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়