শিরোনাম
◈ খেলোয়াড়দের ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ নিউটনের বিরুদ্ধে, শাস্তি চায় মানবাধিকার কমিশন ◈ দেশের উন্নয়ন দেখে সহ্য হচ্ছে না বিএনপিসহ মির্জা ফখরুলের: আইনমন্ত্রী  ◈ আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: মির্জা ফখরুল ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ আশ্রয় আবেদন খারিজ হওয়ায় ১১ হাজার বাংলাদেশিদের ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৬:২২ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহর খেলা নিয়ে রয়েছে শঙ্কা

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি নিউজিল্যান্ড সফরে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে ছিলেন টাইগার সাইল্যান্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ। তারপর থেকে ব্যাটিং করে গেলেও বোলিং করতে পারছে না তিনি। তবে চোট নিয়ে ব্যাটিং চালিয়ে গেলেও আগামী ২জুলাই ভারতের বিরুদ্ধে থাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ গতকাল আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় ডান পায়ের কাফ মাসলের চোট পান তিনি। যার ফলে এক সপ্তাহ থেকে ১০ দিনের বিশ্রামে থাকতে হবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। যদিও ভারতে সঙ্গে ম্যাচের আগে বেশ কয়েকদিন সময় পাবে টাইগাররা।

সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে উইকেটে যাওয়ার একটু পরই খোঁড়াতে শুরু করেন মাহমুদউল্লাহ। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে যান। তখনই চোখে পড়ে তার ডান পায়ে টেপ পেঁচানো। খানিক পর আবার খোঁড়াতে শুরু করলে ফিজিওকে মাঠে আসতে হয় আরেকবার। তাতেও অবস্থার উন্নতি হয়নি। মাহমুদউল্লাহও উইকেট ছেড়ে যাননি। খুঁড়িয়ে খুঁড়িয়েই সঙ্গ দিয়ে গেছেন মুশফিকুর রহিমকে। দৌড়ে দুই, এমনকি তিন রানও নিয়েছেন। গড়ে তুলেছেন গুরুত্বপূর্ণ জুটি। পরে ফিল্ডিংয়ে নামেননি তিনি।

ম্যাচের পর স্ক্যান করানো হয় মাহমুদউল্লাহর। তার বর্তমান অবস্থা নিয়ে দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানান, ‘স্ক্যানে ওর গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে। এছাড়া আর কিছু বলার উপায় আপাতত নেই। আগামীকাল ফিজিওর সঙ্গে কথা বলে হয়তো বিস্তারিত কিছু জানা যাবে। তবে গ্রেড ওয়ান টিয়ারের ক্ষেত্রে সাধারণত ৭ থেকে ১০ দিন সময় লাগে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়