শিরোনাম

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্যচুক্তি মেক্সিকোর পার্লামেন্টে অনুমোদন

সান্দ্রা নন্দিনী : মেক্সিকোর পার্লামেন্ট সিনেটে বুধবার তিন দেশের মধ্যকার প্রস্তাবিত মুক্ত বাণিজ্যচুক্তির খসড়াটি ১১৪-৪ ভোটে পাস হয়। এরমাধ্যমে ইউএস-মেক্সিকো-কানাডা চুক্তি(ইউএসএমসিএ) সর্বপ্রথম মেক্সিকোতেই অনুমোদন পেলো। ডয়চে ভেলে

মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এর প্রতিক্রিয়ায় একে অত্যন্ত দারুণ একটি সংবাদ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এর মানে মেক্সিকোতে বিদেশি বিনিয়োগ এবং মেক্সিকোবাসীর জন্য অনেক চাকরির সুযোগ। এটি হলো, যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্যের গ্যারান্টিযুক্ত বাণিজ্য।’

মেক্সিকোতে অনুমোদনের পর এখন খসড়া বিলটি যুক্তরাষ্ট্র ও কানাডার পার্লামেন্টেও অনুমোদন পেতে হবে।

এদিকে, মেক্সিকো পার্লামেন্টে বিলটি পাস হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট-বার্তায় বলেন, ‘অভিনন্দন জানাই প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদরকে...মেক্সিকো বিপুল ভোট দিয়ে ইউএসএসসিএ’কে অনুমোদিত করেছে। এখন কংগ্রেসকেও একই পথে এগুতে হবে!’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র মেক্সিকোর সবচেয়ে বড় পণ্য রপ্তানির বাজার হিসেবে পরিচিত। এর আগে, সীমান্তে যুক্তরাষ্ট্র আিভমুখী জনস্রোত ঠেকাতে ব্যর্থতার কারণ দেখিয়ে মেক্সিকোর পণ্যে ৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। পরবর্তীতে, দু’দেশের মধ্যে অভিবাসনচুক্তি স্বাক্ষরিত হওয়ায় অবরোধ প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। তিনদেশের মধ্যকার চুক্তিটি আগে নাফটা নামে পরিচিত ছিলো। পরবর্তীতে, ট্রাম্প পুনর্গঠনের সাথে সাথে সমঝোতাটির নামেও পরিবর্তনও আনেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়