শিরোনাম
◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০১:২৪ রাত
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগান বোলারদের বেধড়ক পিটিয়ে ৩৯৭ রান তুলেছে ইংল্যান্ড(সরাসরি)

শিউলী আক্তার : ওল্ড ট্র্যাফোেের্ড বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক দল ইংল্যান্ড ও আফগানিস্তান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ইংলিশরা তুলেছে ৩৯৭ রান। ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি হাঁকিয়েছেন দলপতি মরগান। যেখানে ছিল রেকর্ড ১৭টি ছক্কার মার।

ইংলিশদের ওপেনিংয়ে নেমে জেমস ভিঞ্চ করেন ২৬ রান। আরেক ওপেনার জনি বেয়ারস্টো ৯৯ বলে আটটি চার আর তিনটি ছক্কায় করেন ৯০ রান। তিন নম্বরে নামা জো রুট ৮২ বলে করেন ৮৮ রান। তার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারির মার।

চলমান বিশ্বকাপে ছক্কার রেকর্ড গড়ে মরগান করেন ১৪৮ রান। তার ৭১ বলের ঝড়ো ইনিংসে ছিল ১৭টি ছক্কা আর চারটি চারের মার। উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার ২ রান করে বিদায় নেন। বেন স্টোকসও ২ রান করে বিদায় নেন শেষ ওভারের প্রথম বলে। ক্যামিও ইনিংসে মঈন আলি ৯ বলে একটি চার আর চারটি ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকেন। শেষ ৫ ওভারে ইংলিশরা তুলেছে ৭৪ রান।

আফগানদের হয়ে ১০ ওভারে ৬৮ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন দলপতি গুলবাদিন নাইব। দৌলত জাদরান ১০ ওভারে ৮৫ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। রশিদ খান ৯ ওভারে ১১০ রান দিয়ে কোনো উইকেট পাননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়