শিরোনাম

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু অস্ত্র হালনাগাদ ও আধুনিকায়ন করছে শক্তিধর দেশগুলো

লিহান লিমা: বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র মজুদকরণের পরিমাণ কমলেও পারমাণবিক ওয়ারহেড আধুনিকায়ন ও হালনাগাদ করছে পরমাণু-শক্তিধর দেশগুলো। সুইজারল্যান্ডভিত্তিক ‘স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থা-সিপরি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হারতেজ, ডয়েচে ভেলে

সিপরি জানায়, এ বছরের শুরুতে বিশ্বজুড়ে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিলো ১৩ হাজার ৮৬৫টি। যা ২০১৮ সালের তুলনায় ৬০০ কম। ওয়ারহেডের এই তালিকায় কার্যকর থাকা, মজুদকৃত ও নিষ্কিৃয়করণের জন্য প্রস্তুত থাকা সবগুলোকে ধরা হয়। সিপরির গবেষক শ্যানন কেইলি বলেন, ‘পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমলেও দেশগুলো এই অস্ত্র আধুনিকায়ন করছে ও করার পরিকল্পনা গ্রহণ করেছে।’

যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়াসহ মোট নয়টি দেশের পরমাণু অস্ত্র রয়েছে। এর মধ্যে বিশ্বের ৯০ভাগ পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র (৬ হাজার ১৮৫)ও রাশিয়ার (৬ হাজার ৫০০) হাতে। এই দুই দেশই ২০১০ সালে চুক্তিতে তাদের পরমাণু অস্ত্রের মজুদ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। কেইলি বলেন, ‘২০২১ সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর কি পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে এখনো কোন আলোচনা হয় নি।’

সিপরি জানায়, দুই দেশই অস্ত্র আধুনিকায়ন, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা, এয়ারক্রাফট ব্যবস্থাপনা ও পারমাণবিক অস্ত্র উৎপাদন ব্যবস্থাপনা হালনাগাদ করে যাচ্ছে।’ এদিকে ভারত-পাকিস্তান ক্রমাগত নিজেদের পারমাণবিক অস্ত্র বৃদ্ধি করছে। ২০১৮ সালে ভারতের পারমাণবিক অস্ত্র ১৩০ থেকে ১৪০ ও পাকিস্তানের ১৫০ থেকে ১৬০এ পৌঁছেছে। সিপরি জানায়, ব্রিটেনের ২০০, ফ্রান্সের ৩০০, চীনের ২৯০, ইসরায়েলের ৮০-৯০ এবং উত্তর কোরিয়ার ২০-৩০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়