শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসআই নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ঢাবি ও জবির শিক্ষার্থী আটক

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবিঃ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ১৭ জুন, সোমবার চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় সিএমপি স্কুল অ্যান্ড কলেজ এবং ওমরগণি এমইএস কলেজ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুই শিক্ষার্থী হল-মোহাম্মদ জাহিদ হোসেন (২৭) এবং মো. শাহ আলম (২৬)। এদের মধ্যে শাহ আলমকে রোববার (১৬ জুন) এবং জাহিদকে সোমবার (১৭ জুন) আটক করেছে নগরীর খুলশী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। তিনি কবি জসীম উদ্দিন হলের ৩৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। শাহ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ।

পুলিশ জানায়, প্রথমদিনে দামপাড়া পুলিশ লাইনের ভেতরে সিএমপি স্কুল অ্যান্ড কলেজে থেকে আটক করা হয় শাহ আলমকে। অন্যদিকে, ওমরগণি এমইএস কলেজ থেকে আটক করা হয় জাহিদকে। জাহিদ হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। মো. ছালেহ্ উদ্দিন নামে এক ব্যক্তির হয়ে তিনি পরীক্ষা দিচ্ছিলেন। সে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আসল পরীক্ষার্থী ছালেহ উদ্দিনের কাছ থেকে অগ্রিম এক লাখ টাকা নিয়েছিল বলে জানা গেছে।

এসব ঘটনায় আটক ও জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

প্রসঙ্গত, ১৬ জুন রোববার থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) শুরু হয়েছে তিনদিনব্যাপি উপ-পরিদর্শক নিয়োগের পরীক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়