শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ০৫:৫২ সকাল
আপডেট : ০৮ জুন, ২০১৯, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এভাবে প্রতিদিন কত প্রাণ ঝরছে সড়কে, কে রাখে সে হিসেব

সুতীর্থ বড়াল: শুক্রবার দুপুরে  পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ড সংলগ্ন রাবেয়া ফিলিং ষ্টেশনের সামনে সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাস দেড় বছরের এক মেয়ে শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশুটি মারা যায়। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।

নিহত শিশু ইসরাত জাহান নাজিরপুর উপজেলার চালিতাবাড়ী গ্রামের ইস্রাফিল শেখের মেয়ে বলে জানান স্থানীয়রা। নাজিরপুর থানার ওসি মো. জাকারিয়া জানান, পিরোজপুর-গোপালগঞ্জ সড়কের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ড সংলগ্ন রাবেয়া ফিলিং ষ্টেশনে সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাস প্রবেশের সময় বিপরীত দিকে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিলে পরিবারের সাথে ওই ভ্যানে থাকা শিশুটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।

এদিকে নিহত ওই শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনার ঝর ওঠে।

হাসান বায়েজিদ নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক দেওয়ালে ছবিটির ক্যাপশনে লিখেছেন, “একজন পিতা বাসের ধাক্কায় সদ্য নিহত তার কন্যা সন্তান কোলে নিয়ে বসে আছে। এই দৃশ্যটির মতো অসহায় এবং মর্মান্তিক আর কোনো দৃশ্য হতে পারে বলে জানা নেই। এভাবে প্রতিদিন কত প্রাণ ঝরছে সড়কে, কে রাখে সে হিসেব? পিরোজপুর এর নাজিরপুর তেলের পাম্প এর পাশে একটি বাসের ধাক্কায় ওই শিশুটি সাথে সাথেই মারা যায়। একদম হৃদয়বিদারক...”

জনমনে তাই প্রশ্ন এভাবে প্রতিদিন কত প্রাণ ঝরছে সড়কে, কে রাখে সে হিসেব?

  • সর্বশেষ
  • জনপ্রিয়