শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৬ জুন, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ০৬ জুন, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলায় সব দেশের সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছে জাতিসংঘ

নুর নাহার : মানুষের অনিয়ন্ত্রিত জীবনযাপনের প্রভাব পড়ছে বাস্তুসংস্থানের ওপর। মানবসৃষ্ট বিপর্যয়ে বিলুপ্তির মুখে অনেক প্রজাতির জীব। এমন অবস্থায়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবেলায় সব দেশের সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছে জাতিসংঘ। ইনডিপেনডেন্ট টিভি

জাতিসংঘের গবেষণা বলছে, আগের যে কোনো সময়ের চেয়ে জলবায়ু বিপর্যয়ের মাত্রা বেড়েছে একবিংশ শতাব্দীতে। জীবনমান উন্নয়নে শিল্পের প্রসারে অবাধে নষ্ট হচ্ছে পরিবেশ। স্থলভাগের এক তৃতীয়াংশ, সমুদ্রের দুই তৃতীয়াংশ এবং বিলুপ্তপ্রায় জলাভূমির প্রায় ৮৫ ভাগ এলাকা হারিয়ে গেছে কিংবা পরিবর্তিত হয়েছে। এতে বিপদজনক পরিস্থিতির মুখোমুখি সেসব অঞ্চলের প্রাণিকূল।

আই, পি, বি,ই,এস এর চেয়ারম্যান বব ওয়াটসন বলেন, শিল্প ও ব্যবসা-বাণিজ্য অনেক ক্ষেত্রেই পরিবেশের জন্য হুমকি বয়ে আনে। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে বাস্তসংস্থানকে নিরাপদ রাখতে হবে। সঠিক প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঠিক নীতিও গ্রহণ করতে হবে। আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে বিপর্যয়ের ফল ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, আগের যে কোন সময়ের চেয়ে দ্রুত গতিতে বিলুপ্ত হচ্ছে প্রাণবৈচিত্র। স্থলভাগের পাঁচ লাখের বেশি প্রাণি উপযুক্ত বসবাসের জায়গার অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। একই পরিস্থিতি জলভাগেও।

আই, পি, বি,ই,এস এর চেয়ারম্যান বব ওয়াটসন বলেন, জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে খাবার ও পানির সংকটের সঙ্গে পাল্লা দিয়ে স্বাস্থ্যঝুঁকিও বাড়বে। অনেক দেশের সরকারই পরিবেশ রক্ষায় কঠোর নীতি গ্রহণ করেছে। তবে বাকিদেরও কঠোর হওয়ার সময় এসেছে।

পরিবেশ রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে মানুষের জন্যেই বসবাস অনুপযোগী হয়ে পড়বে পৃথিবী। তাই জরুরি ভিত্তিতে পরিবেশ রক্ষায় পদক্ষেপ নিতে ১০৯ দেশের সরকার প্রধানের কাছে আবেদন করেছে, জাতিসংঘের আন্তঃদেশীয় পরিবেশ ও বাস্তুসংস্থান বিষয়ক কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়