শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ০১ জুন, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়াকে ছেড়ে দেবে না আফগানরা

এল আর বাদল : বিশ্বকাপ ক্রিকেটের দুটি ম্যাচ শনিবার। ইংল্যান্ডের কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা এবং ব্রিস্টলে সন্ধ্যা সাড়ে ৬টায় বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফগানিস্তান পরস্পরের মোকাবিলা করবে।

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা বিশ্বকাপে সমশক্তির দল। কিন্তু আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া হচ্ছে পাহাড়সম একটি দল। গত ১১টি বিশ্বকাপের মধ্যে ৫টিতে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিপরীতে আফগানদের খাতায় শুন্য। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বয়স খুব একটা বেশি নয়, গতবারই (২০১৫ সাল) তারা প্রথম বিশ্বকাপ খেলেছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ২৭৫ রানে। ওই সময়ে অস্ট্রেলিয়ার করা ৪১৭ রানের জবাবে আফগানরা ১৪২ রানে অলআউট হয়েছিলো। এর আগে ২০১২ সালে দ্বিপাক্ষীক লড়াইয়েও অস্ট্রেলিয়ার কাছে ৬৬ রানে হেরে যায় আফগানিস্তান। চার বছর আগের এই দলটি আর বর্তমান দলটির শক্তির অনেক পার্থক্য।

এখন তারা চ্যালেঞ্জ নিয়ে খেলার ক্ষমতা রাখে। তারা ওয়াডে জিতেছে, টেস্টও জিতেছে। সুতরাং এবারের বিশ্বকাপে প্রথম সাক্ষাতে সহজে অস্ট্রেলিয়াকে ছেড়ে দেবে না আফগানিস্তান। দলপতি গুলবেদিন নাইব বললেন, আমাদের আগের আফগানিস্তান ভাবলে প্রতিপক্ষ ভুল করবে। সব দলের বিরুদ্ধে আমরা জয়ের জন্য লড়বো। তবে অসি আধিনায়ক অ্যারন ফিন্স আফগানদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না।

আফগানদের সমীহ করেই অস্ট্রেলিয়া খেলবে এবং বিশ্বকাপে জয়ের শুভ সূচনা করবে বলে জানালেন অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়