আক্তারুজ্জামান : বিশ্বচ্যাম্পিয়ন খেতাব জেতা আছে দু’দলরেই। কিন্তু মাঠের পারফরম্যান্সে দু’দলের কারোরই সেই ধার পাওয়া যায় না অনেকদিন থেকেই। তবে এবারের বিশ্বকাপে নিজেদের নতুনভাবে ফেরানোর লড়াই প্রথম দুই আসরের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবং ৯২’র বিশ্বচ্যাম্পিয়ন পাাকিস্তানের। ১২তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন। নটিংহ্যামের ট্রেন্টব্রিজ ক্রিকেট স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
বিশ্বকাপের প্রথম দুই আসরে কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েডের হাত ধরে ক্যারিবীয়দের ঘরে এসেছিল বিশ্বকাপ শিরোপা। তবে এর কেটে গেছে প্রায় ৩০ বছর, কিন্তু উইন্ডিজদের বিশ্বকাপ শিরোপা থেমে আছে সেই দুইয়েই। লয়েডের পরে আর কোনো উইন্ডিজ অধিনায়ক পারেননি বিশ্বকাপ শিরোপা ঘরে আনতে।
অন্যদিকে আর এক কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে প্রথম এবং শেষবারের মতো বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখে পাকিস্তান। এরপর ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস কিংবা ইনজামাম-উল-হকের মতো অধিনায়ক পাকিস্তানকে নেতৃত্ব দিলেও বিশ্বকাপ ছুঁতে পারেনি তারা। তবে পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা অধিনায়ক সরফরাজ আহমেদ দেখছেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছে তাদের ব্যাটিং লাইন। দূর্দান্ত ফর্মে আছে টপঅর্ডার আর অভিজ্ঞতায় ভরপুর মিডল অর্ডার। যেখানে নেতৃত্বে আছেন মোহাম্মদ হাফিজ আর শোয়েব মালিক। বল হাতে আলো ছড়াবেন ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমিররা।
অন্যদিকে ক্যারিবীয়রাও আছে দারুণ ফর্মে। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ রানের দানবীয় সংগ্রহ জানান দেয় উইন্ডিজরা ব্যাটিংয়ের দিক দিয়ে কতটা শক্তিশালী।
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নরা প্রস্তুত নতুন করে বিশ্বকাপ শিরোপায় নিজেদের নাম লিখতে।