সুজন কৈরী : আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে এরই মধ্যে নাড়ীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ২ টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে র্যাব-১০।
র্যাব-১০ জানায়, ব্যাটালিয়নের আওতাধীন বাস ও লঞ্চ টার্মিনালসহ পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঘরমুখো মানুষের গমনাগমন নিরাপদ করতে ঈদকে কেন্দ্র করে টিকেটের উচ্চমূল্য, কালোবাজারি, অতিরিক্ত যাত্রীবহন, যাত্রী হয়রানি, চাঁদাবাজী, ছিনতাই, মলমপার্টি/অজ্ঞান পার্টি ইত্যাদি রোধকল্পে এবং টার্মিনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে র্যাব-১০ এর অস্থায়ী ক্যাম্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডারসহ অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় জোরদার করা হয়েছে নিয়মিত অভিযান। ইতমধ্যেই ঈদ মৌসুমে রাজধানীর ব্যস্ততম সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সদরঘাট, বংশাল ও গুলিস্থান এলাকায় সক্রিয় ৫টি ছিনতাইকারী চক্রের মোট ২৪ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
র্যাব-১০ আরো জানায়, ঈদকে কেন্দ্র করে ব্যাটালিয়নের আওতাধীন মার্কেট, বিপণী বিতান, আড়ৎ, ধর্মীয় প্রতিষ্ঠান, কেপিআই, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনাগুলোতে সার্বিক নিরাপত্তা প্রদান এবং আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন/স্বাাভাবিক রাখতে ব্যটালিয়ন বিশেষ টহল চালাচ্ছে।