শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামতে হবে সাইফউদ্দিনকে

নিজস্ব প্রতিবেদক : আয়ারল্যান্ড থাকতেই চোটের মুখে পড়ছিলেন বাংলাদেশ দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ইংল্যান্ডে এসেও চোট থেকে মুক্তি পাননি তিনি। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে রয়েছে সংশয়। অবশ্য ব্যাথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামলে সমস্যা হবে না বোলিংয়ে, এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট।

সাইফুদ্দিনের চোট সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে গতকালই পিঠে স্ক্যান করা হয়েছে। রিপোর্ট দেখে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন প্রথম ম্যাচে তাকে একাদশে নামালে পেইন কিলার ইনজেকশন পুশ করতে হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুজন জানান, ‘প্রথম ম্যাচটা সাইফউদ্দিন খেলতে পারবে। শুধু প্রথম ম্যাচ না বিশ্বকাপে সব ম্যাচই খেলতে পারবে। তবে তার পিঠে ব্যথা আছে। খেলতে হলে ইনজেকশন নিতে হবে। এর আগেও একবার তাকে ইনজেকশন নিতে হয়েছিল। আমরা কোনো ঝুঁকি নেব না।’

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দলে ইনজুরি গুঞ্জন শুরু হয়ে গেছে। গেল ২৫ মে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে অনুশীলনের সময় পিছলে পড়ে উরুর কিছুটা ওপরে হালকা চোটে ২৮ মে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামানো হয়নি তামিম ইকবালকে।

ওই ম্যাচে সাইডস্ট্রেনের পুরোনো চোট ফিরে আসায় ভাবনায় পড়তে হয়েছিল টাইগার দলপতি মাশরাফিকে নিয়েও। যদিও সেই ব্যথা অল্প চিকিৎসাতেই আপাতত প্রশমন হয়েছে। এবার টিম টাইগার্সের ভাবনার কারণ হয়ে দাঁড়ালেন মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়