শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামতে হবে সাইফউদ্দিনকে

নিজস্ব প্রতিবেদক : আয়ারল্যান্ড থাকতেই চোটের মুখে পড়ছিলেন বাংলাদেশ দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ইংল্যান্ডে এসেও চোট থেকে মুক্তি পাননি তিনি। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে রয়েছে সংশয়। অবশ্য ব্যাথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামলে সমস্যা হবে না বোলিংয়ে, এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট।

সাইফুদ্দিনের চোট সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে গতকালই পিঠে স্ক্যান করা হয়েছে। রিপোর্ট দেখে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন প্রথম ম্যাচে তাকে একাদশে নামালে পেইন কিলার ইনজেকশন পুশ করতে হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুজন জানান, ‘প্রথম ম্যাচটা সাইফউদ্দিন খেলতে পারবে। শুধু প্রথম ম্যাচ না বিশ্বকাপে সব ম্যাচই খেলতে পারবে। তবে তার পিঠে ব্যথা আছে। খেলতে হলে ইনজেকশন নিতে হবে। এর আগেও একবার তাকে ইনজেকশন নিতে হয়েছিল। আমরা কোনো ঝুঁকি নেব না।’

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দলে ইনজুরি গুঞ্জন শুরু হয়ে গেছে। গেল ২৫ মে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে অনুশীলনের সময় পিছলে পড়ে উরুর কিছুটা ওপরে হালকা চোটে ২৮ মে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামানো হয়নি তামিম ইকবালকে।

ওই ম্যাচে সাইডস্ট্রেনের পুরোনো চোট ফিরে আসায় ভাবনায় পড়তে হয়েছিল টাইগার দলপতি মাশরাফিকে নিয়েও। যদিও সেই ব্যথা অল্প চিকিৎসাতেই আপাতত প্রশমন হয়েছে। এবার টিম টাইগার্সের ভাবনার কারণ হয়ে দাঁড়ালেন মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়