শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামতে হবে সাইফউদ্দিনকে

নিজস্ব প্রতিবেদক : আয়ারল্যান্ড থাকতেই চোটের মুখে পড়ছিলেন বাংলাদেশ দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। ইংল্যান্ডে এসেও চোট থেকে মুক্তি পাননি তিনি। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা নিয়ে রয়েছে সংশয়। অবশ্য ব্যাথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নামলে সমস্যা হবে না বোলিংয়ে, এমনটাই জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট।

সাইফুদ্দিনের চোট সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে গতকালই পিঠে স্ক্যান করা হয়েছে। রিপোর্ট দেখে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন প্রথম ম্যাচে তাকে একাদশে নামালে পেইন কিলার ইনজেকশন পুশ করতে হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে সুজন জানান, ‘প্রথম ম্যাচটা সাইফউদ্দিন খেলতে পারবে। শুধু প্রথম ম্যাচ না বিশ্বকাপে সব ম্যাচই খেলতে পারবে। তবে তার পিঠে ব্যথা আছে। খেলতে হলে ইনজেকশন নিতে হবে। এর আগেও একবার তাকে ইনজেকশন নিতে হয়েছিল। আমরা কোনো ঝুঁকি নেব না।’

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দলে ইনজুরি গুঞ্জন শুরু হয়ে গেছে। গেল ২৫ মে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে অনুশীলনের সময় পিছলে পড়ে উরুর কিছুটা ওপরে হালকা চোটে ২৮ মে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামানো হয়নি তামিম ইকবালকে।

ওই ম্যাচে সাইডস্ট্রেনের পুরোনো চোট ফিরে আসায় ভাবনায় পড়তে হয়েছিল টাইগার দলপতি মাশরাফিকে নিয়েও। যদিও সেই ব্যথা অল্প চিকিৎসাতেই আপাতত প্রশমন হয়েছে। এবার টিম টাইগার্সের ভাবনার কারণ হয়ে দাঁড়ালেন মোহাম্মদ সাইফউদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়