শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৫:৫৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশনকারী সেই স্কুলছাত্রী মা হলো

ডেস্ক রিপোর্ট  : বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশনকারী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সেই তরুণী একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকালে তার সন্তানটি ভূমিষ্ট হয়। গত ২৭ মে তাকে হাপাতালে ভর্তি করা হয়েছিলো। মেয়েটির নাম রাখা হয়েছে ফাতেমা। নবজাতকের পিতৃপরিচয় মেনে নিয়ে স্ত্রীর মর্যাদা দেয়ার জন্য জোর দাবি জানিয়েছে ফাতেমার প্রসূতি মা।

জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামে বিয়ের প্রলোভনে দশম শ্রেণির এক ছাত্রীর সাথে শারিরীক সম্পর্ক গড়ে তুলে তারই প্রতিবেশী সিদ্দিক তালুকদারের ছেলে লুৎফর রহমান। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হলে সম্পর্ক অস্বীকার করে লুৎফর। এরপর স্ত্রীর মর্যাদার দাবিতে লুৎফরের বাড়িতে গত ১৭ মে থেকে অনশন শুরু করে মেয়েটি।

বিষয়টি জানাজানি হলে দু’দিন পরে পুলিশ পৌছে মেয়েটিকে উদ্ধার করে লুৎফরের বিচারের আশ্বাস দেয়। এরপর বাড়ি ফিরে সে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলাও রুজু করা হয়।

মেয়েটির বাবা মোশারফ হোসেন বলেন, আমি দিনমজুরি করে চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে কোনোরকম সংসার চালাই। মেয়েটি নবম শ্রেণিতে পড়ার সময় অভাবের তাড়নায় তাকে করিম জুট মিলে কাজ করতে পাঠাই। সেই সুবাদে লুৎফর তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তার সর্বনাশ করেছে। লুৎফরের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা নবজাতকের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি জানান, লুৎফরের পরিবারের সদস্যরা হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করে শিশু ও তার মায়ের উপর নজর রাখছে। কখন কী করে এই ভয়ে রয়েছি আমরা।

সদ্য ভূমিষ্ট শিশুটি মা জানায়, দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্কের পর আমার গর্ভে সন্তান এসেছে। আমাকে স্ত্রীর মর্যাদা দেবে বলে ঘোরাচ্ছে। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে লুৎফর। আমি আমার মেয়ের পিতৃপরিচয় ও নিজের স্ত্রীর মযার্দা নিয়ে সমাজে বাঁচতে চাই।

ভাঙ্গা থানার এসআই আশুতোষ জানান, প্রেমের প্রলোভনে শারিরীক সম্পর্ক করার ঘটনায় আসামী লুৎফর তালুকদারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি পুলিশ তদন্ত করে দেখছে। ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহমান বলেন, থানায় মামলা রুজুর পর থেকে আমরা লুৎফরকে গ্রেফতারের চেষ্টা করছি। এই ঘটনার ব্যাপারে কোর রকম ছাড় দেয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।

উৎসঃ নয়াদিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়