শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপান-বাংলাদেশ ১২০ কোটি ডলার চুক্তি হচ্ছে, ২৫০ কোটি নয়

নিউজ ডেস্ক : কপি পেস্ট সাংবাদিকতার আরো একটি অনন্য দৃষ্টান্ত, 'জাপান-বাংলাদেশের ২৫০ মিলিয়ন জলারের চুক্তি সই।' এদেশের বেশির ভাগ সাংবাদিক অন্য সব কাজ করেন ফুলটাইম, শুধু নিজের যে কাজ সেটি অর্থাৎ সাংবাদিকতাটা করেন পার্ট টাইম।

জাপানে বসবাসরত Nadim Mahmud ভাই লিখেছেন, 'আড়াইশ নয় ১২০ কোটি ডলারের চুক্তি! প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে জাপানে সফর করছেন। তিনি এশিয়ার সরকার প্রধানদের সাথে আজ ‘দি ফিউচার অব এশিয়া’ প্রবন্ধও উপস্থাপন করেছেন। তার এই শক্তিশালী নেতৃত্বকে আরো বেশি বেগবান করতে জাপান ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে আরও একবার বড় পরিচয় দিল।

বুধবার তিনি প্রধানমন্ত্রী আবে শিনজোর দ্বি-পাক্ষিক বৈঠক শেষে বেশ কয়েকটি সহায়তা চুক্তি সই করেন। বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ‘জাপানের সাথে আড়াইশো কোটি মার্কিন ডলার চুক্তি সই হয়েছে। আমিও সেটাই ধরে নিয়েছিলাম।

কিন্তু সকালে জাপানের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দেখতে পেলাম, এই চুক্তির পরিমাণ ১২০ কোটি ডলার। মাতারবাড়ি বন্দর, আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ঢাকা মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পে ১৩২. ৭ বিলিয়ন জাপানি মূদ্রার সমমূল্যে (১.২ বিলিয়ন ডলার) অর্থ সহায়তা দেবে।

একই খবর দিয়েছে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে ও জাপান টাইমসও।
বাংলাদেশের গণমাধ্যমে কেন এই ‘বিভ্রান্তিকর’ তথ্যের সংবাদ পরিবেশিত হয়েছে তা আমার কাছে বোধগম্য নয়। ১২০ কোটি ডলার ঋণ সহায়তাকে আমাদের সাংবাদিক বন্ধুরা কেন আড়াইশ কোটি ডলার বানিয়ে ছাড়লো কেউ কি বলতে পারবেন? এই অতি উৎসাহী সংবাদ আমাদেরকে জাপানিজদের কাছে কিভাবে পরিচয় করে দিচ্ছে? বাকী ১৩০ কোটি ডলার অতিরিক্ত ঋণ বাংলাদেশকে কারা দেবে?'

  • সর্বশেষ
  • জনপ্রিয়