শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারামুক্তির চেষ্টায় সুইডেন আসলাম, অস্থির আন্ডারওয়ার্ল্ড

নিউজ ডেস্ক : জেলমুক্তির অপেক্ষায় দেশের শীর্ষ সন্ত্রাসীরা। কারাগারে থেকেই বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করছেন তারা। বিশেষ করে ঢাকার শীর্ষসন্ত্রাসী সুইডেন আসলামের কারামুক্তির কথাটি শোনা যাচ্ছে জোরালো ভাবে। ৬ বছর আগেই সব মামলায় জামিন পান ঢাকার এক সময়ের বহুল আলোচিত এ সন্ত্রাসী। এর পরও সবুজ সংকেত না পাওয়ায় কারাগার থেকে বের হননি। এই ৬ বছরের মধ্যেই তার ১২ মামলার মধ্যে ১১টি নিষ্পত্তি হয়েছে। বাকি একটি মামলাতেও রয়েছেন জামিনে। বাংলাদেশ প্রতিদিন।

বর্তমানে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজতি পরোয়ানা বলে একটি আইনি সুযোগ কাজে লাগিয়ে কারাগারে তিনি অন্তরীণ। এখন সেই হাজতি পরোয়ানা প্রত্যাহার করে কারামুক্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। আর এ বিষয়টি চাউর হয়ে যাওয়ায় গোয়েন্দাদের যেমন ভাবিয়ে তুলেছে, তেমনি তার অনুসারীদের মধ্যেও উল্লাস দেখা দিয়েছে। দুই দশকের বেশি সময় ধরে কারাগারে আছেন গত শতাব্দীর নব্বইয়ের দশকের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সুইডেন আসলাম বেরিয়ে আসছেন এমন খবরে তার অনুসারীরা আন্ডারওয়ার্ল্ডে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। তারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ফোনে কিংবা চিঠি দিয়ে সুইডেন আসলামের কারামুক্তির বিষয়টি জানিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন। এ অবস্থায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডেও চরম অস্থিরতা বিরাজ করছে।

২০১২ সালে তৎকালীন এক প্রভাবশালী মন্ত্রীর ছত্রচ্ছায়ায় গোপনে শীর্ষ সন্ত্রাসী বিকাশ কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে দেশ ছাড়েন। এখন তিনি বিদেশে বসেই হোয়াটসআপ, ভাইবার, মেসেঞ্জারে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন। বিকাশের মতো সুইডেন আসলামেরও রাজনৈতিক আনুকূল্যে ২০১৩ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ব্যাটে-বলে করতে না পারায় মুক্তি মেলেনি। ২০১৫ সালে ঢাকার এই শীর্ষ সন্ত্রাসী আবার গোপনে কারাগার থেকে বের হওয়ার পরিকল্পনা করেন।

এ বিষয়টি জানার পর ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পুলিশ সদর দফতরে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠির একটি অনুলিপি দেওয়া হয় আইজি প্রিজনকে। ওই চিঠিতে সুইডেন আসলামের কারাগার থেকে ছাড়া পাওয়ার আগাম তথ্য পুলিশকে জানাতে আইজি প্রিজনকে অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, অন্য চাঞ্চল্যকর মামলার আসামিদের মতো জামিনে মুক্ত না হয়ে সুইডেন আসলাম পরিকল্পিতভাবে অন্য মামলার আসামি হয়ে ঢাকার বাইরের যে কোনো কারাগার থেকে মুক্তি লাভ করতে পারেন। তার মুক্তি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ওই চিঠির বিষয়টি জানাজানি হওয়ার পর সুইডেন আসলাম শেষ পর্যন্ত কারাগার থেকে আর বের হননি। সুইডেন আসলামের কারামুক্তির বিষয়টি আবার সামনে চলে এসেছে। আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। কারা অধিদফতরের এক কর্মকর্তা জানান, সুইডেন আসলাম বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি জেলের সৈকত ভবনে বন্দী আছেন। যে কোনো সময় তাকে সেখান থেকে অন্য কোনো জেলে স্থানান্তর করা হতে পারে।

তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। জানা গেছে, ২০১৫ সালের মার্চ মাসে কারা অধিদফতরের একটি টিম অভিযান চালিয়ে সুইডেন আসলামের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করে। এরপরও কর্তৃপক্ষ এই সন্ত্রাসীর হাত থেকে মোবাইল ফোন নামাতে পারেনি। এখনো কারাগার থেকে মোবাইল ফোনে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে থাকেন সুইডেন আসলাম। ঢাকার বিভিন্ন থানার চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র বহনের অভিযোগসহ ১২ মামলার আসামি সুইডেন আসলাম ২২ বছর আগে গ্রেফতার হন। এর মধ্যে ১১টি মামলাই নিষ্পত্তি হয়ে গেছে। বাকি আছে ২২ বছর আগে সংঘটিত ঢাকা মহানগর আওয়ামী যুবলীগের তখনকার সহ-সভাপতি মাহমুদুল হক খান গালিবকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলা। তবে এ মামলায়ও জামিনে তিনি।

কারাগারে থাকলেও তিনি এতটাই প্রতাপশালী, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান খান কামালকে (বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী) লোকজন দিয়ে নানাভাবে বিরক্ত করেন। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি জেলে পাঠানো হয়। সুইডেন আসলামের বিরুদ্ধে কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা নেই। গালিব হত্যা মামলায় ধার্য তারিখে তিনি কারাগার থেকে আদালতে হাজিরা দেন। অত্যন্ত গোপনীয়তায় তিনি হাজিরা পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহারের সুযোগ খুঁজছেন। সব মামলায় যদি কোনো আসামি জামিনে থাকেন, তবে পিডব্লিউ প্রত্যাহারের আদেশ দেওয়ার নজির রয়েছে। পিডব্লিউ প্রত্যাহারের আদেশ আদালত দিলে জেল কর্তৃপক্ষ কাউকে আটক রাখতে পারে না।

এ জন্য কারাগার, আদালত, পুলিশ ও রাজনৈতিক মহলে সুইডেন আসলামের লোক যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, দুর্ধর্ষ কোনো আসামি কারাগার থেকে বের হওয়ার আগে জেল কর্তৃপক্ষ পুলিশকে অবগত করে। তার ব্যাপারে করণীয় থাকলে পুলিশ উদ্যোগ নেয়। সুইডেন আসলাম বের হয়ে যাচ্ছেন এমন কোনো খবর জেল কর্তৃপক্ষ এখনো পুলিশকে দেয়নি। অবশ্য অপর এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সুইডেন আসলামের মামলাগুলোতে কোনো সাক্ষী পাওয়া যায় না। এ জন্য প্রায় সব মামলা থেকেই খালাস পেয়ে গেছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়