শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ সময়ে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আর মাএ কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর । পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজে শেষ সময়ে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার। এজন্য সবাই পরিবার-পরিজন নিয়ে ছুটাছুটি করছে এক মার্কেট থেকে আরেক মার্কেটে। নিজের সাধ্যের মধ্যে পছন্দের পোষাকটি কিনতে। তাই চারদিকে শুধু মানুষের প্রচন্ড ভিড় আর এতে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহরের রাস্তাঘাটসহ মার্কেট গুলো।

সরেজমিনে ঘুরে দেখা যায় যে, শহরে মটর চালিত অটোরিক্সা, রিক্সা বা প্রাইভেট ব্যবহৃ গাড়ির সারাক্ষণ যেন রাস্তাঘাটে অনেকটা ভিড় লেগেই আছে। ছোট থেকে বড় সবাই ঈদের আনন্দে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে শহরের বিভিন্ন মার্কেটগুলোতে। শহরের কোর্ট রোডস্থ স্বপ্নলোক-ড্যাজল, নাইনজিরোসহ ফ্যাশন হাউজের ছোট-বড় দোকান গুলোতে লেগে আছে উপচে পড়া ভিড়। গ্রামের মানুষগুলো এখন শহরমুখী তাই কেনাকাটাও বেশ জমে উঠেছে।

সোমবার দিনভর পরে মাঝ রাত পর্যন্ত দেখা যায়, শহরের পৌর আধুনিক সুপার মার্কেট, সিটি সেন্টার, পুরাতন সুপার মার্কেট, আনিছ প্লাজা, এফএ টাওয়ার, বি.বাড়িয়া টাওয়ার, নিউ মার্কেট, হকার্স মার্কেট, আল-আমিন প্লাজা ও আশিক প্লাজা ঘুরে ফ্যাশন হাউজসহ সাধারণ দোকানগুলোতে কেনাকাটার অনেক ভীড়। সকল দোকানের মালিক ও কর্মচারী খুব একটা বেশী অলস সময় কাটাতে পারছেননা।

ফ্যাশনের হাউজের বিক্রেতারা বলেন, ঈদে এবার পর্যাপ্ত পরিমাণে মালামাল সরবরাহ করা হয়েছে। ছেলেদের পোষাকের মধ্যে বাহুবলী-টু, কাটাপ্পা ও কাবিল প্যান্টের চাহিদা বেশি।

কথা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে তারা বলেন, দেশী-বিদেশী যার যার চাহিদা অনুযায়ী কাপড়ের প্রতি আগ্রহ ভালই চলছে। এবছর সুলতান সুলেমান সিরিয়ালে নায়িকা চরিত্রের হুররাম সুলতানের নামে বাজারে আসা ‘হুররাম সুলতান পোষাক ভালো বিক্রি হচ্ছে।

অন্যদিকে শহরের ছাতিপট্টি , সিনেমাহল রোডে জুতার দোকানে একই অবস্থা। বি-বাড়িয়া টাওয়ারে ফ্যাশনেবল দামী জুতার দোকানগুলোতে ক্রেতার যেন কমতি নেই। আবার অন্য কেনাকাটার শেষ বেলাতে কসমেটিক দোকান নিজের পছন্দের সাজঘুজের কাজটি সেরে নিচ্ছেন অনেকে। আসলে সব মিলিয়ে এবার ব্রাহ্মণবাড়িয়ার ঈদ বাজার অনেকটাই উৎসব মুখর। তবে ক্রেতাদের পক্ষ থেকে বাড়তি দাম নিয়ে রয়েছে অসন্তোষ। তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অন্যান্যবার থেকে এবার শেষ সময় এসে ব্যবসা ভাল হবে বলে বিক্রেতারা আশা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়