আক্তারুজ্জামান : অপেক্ষার শেষ সময়টা ফুরোতেই চাচ্ছে না। কমতে কমতে বিশ্বকাপ ক্রিকেটের দূরত্ব এসে ঠেকেছে আর ২দিনে। ইতিমধ্যে শেষ হতে চলেছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো। প্রস্তুতি পর্বের শেষ ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেন মাঠে ভারতের বিরুদ্ধে নামছে বাংলাদেশ।
বিকাল সাড়ে ৩টায় ভারতের বিরুদ্ধে গা গরমের ম্যাচ খেলতে নেমেছে মাশরাফি বাহিনী। ইতিমধ্যে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মাঠে নামার ২ বল পরই বৃষ্টি নেমেছিল কার্ডিফে। তবে একটু বিরতির পর আবারও শুরু হযেছে ম্যাচটি। যেখানে নিজের দ্বিতীয় ওভারেই ভারত শিবিরে আঘাত হেনেছেন মু্স্তাফিজুর রহমান। ফিরিয়েছেন শিখর ধাওয়ানকে।
বৃষ্টি বাগড়ায় প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে না পারায় আজ একটু গা গরমের জন্য মুখিয়ে আছেন মাশরাফি, তামিম, মুশফিক ও সাকিবরা। পাকিস্তানকে মোকাবেলা করতে না পেরে আজ ভারতের বিরুদ্ধে নিজেদের পুরোটা দেওয়ার আশায় বসে আছে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী।
ভারত স্কোয়াড : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, কুলদ্বীপ যাদব, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিস বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি।