মো. ওবায়দুল হক মানিক, দুবাই থেকে: সোমবার (২৭ মে) দুবাইয়ে এই বিষয়ে অন-টাইম অফিসে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই সময় অন -টাইম এর প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিদ বিন আব্দুল কারীম বলেন, আপনাদের অবহিত করতে চাই অন-টাইম সরকারি এই সার্ভিসেস এর প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের ব্যাপারে। এই প্রতিষ্ঠান মূলত যেমন দুবাই কোর্ট, ইজারি, দুবাই ইকোনোমি, এমপ্লোয়ারদের ভিসা প্রসেসিং, মেডিকেল, নতুন আইডি, ডকুমেন্ট ক্লিয়া রিং, নতুন ব্যবসা শুরু সহ সরকারি নানা কাজ সমূহ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদান করে থাকে। তিনি আরো বলেন, এই সম্পূর্ণ স্বচ্ছ এবং সরকারি নিধারিত ফি এর মাধ্যমে কাজ করে থাকেন। তবে আপনাদের মনে রাখতে হবে এই সংস্থা জনশক্তি রপ্তানি করে না।
বিশেষ করে ভিসা ও চিকিৎসা পরিক্ষা প্রক্রিয়াকরণসহ সরকারি অন্যান্য কার্যক্রম দুবাই ভিত্তিক এই “অন-টাইম গভর্মেন্ট সার্ভিসেস ২৭টি শাখার মাধ্যমে ২.৩ মিলিয়ন গ্রাহককে আমিরাতের নেতৃস্থানীয় এই সংস্থাটি প্রক্রিয়াকরণ পরিসেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ।অনটাইম কার্যক্রম প্রক্রিয়াকরণ সেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ ভাবে লক্ষ্য রাখে, যেন তার গ্রাহক অর্থাৎ অভিবাসীরা, ব্যবসায়ী ব্যক্তি এবং নিয়োগ এজেন্টগুলি সম্পূর্ণরূপে আইনানুগ এবং অনুমোদিত পরিবেশে ভিসা, চিকি ৎসা, লাইসেন্সিং, নবায়ন এবং অন্যান্য পরিসেবা গুলি যথাযথভাবে করতে পারে। অনটাইম সাম্প্রতি তার সেবাসমূহ গ্রাহকদের দোর গোড়ায় পৌঁছানোর লক্ষে তাদের কার্যক্রম বিদেশে সম্প্র সারনের উদ্যোগ গ্রহণ করে।এবং সেই লক্ষ্যে তারা সর্ব প্রথম বাংলাদেশে এই কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা ও চট্রগ্রামে দুটি শাখা স্খাপনের জন্য চুক্তি বদ্ধ হয়।
অন টাইম মূলত অনাবাসী ব্যক্তিদেরকে ফেয়ার মাইগ্রে শনে সাহার্য করার লক্ষ্যে তাদের ক্রয্যক্রম বাংলাদেশে প্রসারিত করতে যাচ্ছে। এতে গ্রাহক ভিসার প্রক্রিয়া করনের ক্ষেত্রে ভিসা বাবদ খরচ হ্রাস হবে, প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। এছাডা বাংলাদেশে থাকা অবস্থায় মেডিকেলসহ অন্যান্য কার্যাদি সম্পাদন করতে পারবে।এই ক্ষেত্রে রিকুটিং এজেন্টসহ ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় আমিরাত ভিত্তিক সকল সরকারি কার্য্যক্রম বাংলা দেশে বসে সম্পাদন করতে পারবে। অনটাইম সেবা গ্রহণকারীকে আমিরাতের সরকারি কার্যক্রম সমূহ নিরাপদ,স্বচ্ছ ও জবাব দিহিমূলক সেবা প্রদানে ইতিমধ্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে স্বিকৃত। অনটাইম হচ্ছে মূলত অন্যান্যদেশের ভিসা প্রসেশিং (ভিএসএফ)করনের মতই একটি প্রতিষ্ঠান মাত্র।যারা মূলত সেই দেশের সরকার, ব্যুরো অব ম্যান পাওয়ার, রিকুটীং এজেন্ট সমূহকে ভিসা পক্রিয়া করনে সহযোগিতা করে থাকবে।এই প্রক্রিয়ায় শ্রমিক,ব্যবসায়ীসহ ভিসা গ্রহণকারীরা নিরাপদ ভাবে তাদের অধিকার সংরক্ষণ করতে পারবে,অন্যের দ্বারা প্রতারিত হওয়া থেকে রেহাই ও পাবে।