মুসফিরাহ হাবীব : ২০১৫ সালে তিনিই ছিলেন জি বাংলা সারেগামাপা-এর চ্যাম্পিয়ন। তিনি বাঁকুড়ার বাসিন্দা সৌম্য চক্রবর্তী।এবার তার বিরুদ্ধেই ধর্ষণের গুরুতর অভিযোগ এনেছেন রবীন্দ্রভারতীর এক ছাত্রী।
আজ থেকে চার বছর আগে যে সৌম্যর গান শুনতে ঘড়ি ধরে টিভির সামনে বসত দর্শক। তার গাওয়া লোকসঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীতে মাতোয়ারা ছিল বাংলার দর্শক। কোথাও শো করতে গেলেও এসেছে অসংখ্য গানের অনুরোধ। ২০১৫ সালে জি বাংলা সারেগামাপা-এর চ্যাম্পিয়ন সৌম্য ২০১৮ সালে ইন্ডিয়ান আইডলেও গিয়েছিলেন।
অথচ তার বিরুদ্ধেই এবার অভিযোগ, ওই তরুণীকে নিজের বাড়িতে ডেকে মাদক খাইয়ে ধর্ষণ করেছেন সৌম্য। এমনই জানিয়েছেন অভিযোগকারী। তাকে গ্রেফতার করেছে কাশীপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০১৫ তেই সৌম্য বিয়ে করেছিলেন তার প্রেমিকা রূপসাকে। কলকাতাতেই থাকতেন তারা। তাদের দু’বছরের এক কন্যাসন্তান আছে।