শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরকা পরিহিত মায়াবী ফারিয়া

বিনোদন প্রতিবেদক : নুসরাত ফারিয়া। ঢাকাই সিনেমায় সেনশেনলাল একজন অভিনেত্রী। অভিনয় ছাড়াও বেশকটি গুণ রয়েছে তার মাঝে। উপস্থাপনায় যতটা পারদর্শী ঠিক ততটায় গানেও । দুই বাংলায় সমানভাবে আলোচিত এই অভিনেত্রী।
গত ২৩ মে তাঁর মুক্তির অপেক্ষায় থাকা ‘বিবাহ অভিযান’ চলচ্চিত্রের একটি দৃশ্যের ছবি ফেসবুকে শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘হাই, আমি রাই। ঝগড়া করতে ভালোবাসি।’ বোঝাই যাচ্ছে, চলচ্চিত্রটিতে রাই চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। ছবিতে স্টাইলিশ লুকে ধরা পড়েন ফারিয়া।

এই ছবি শেয়ার কারার পর আরও একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন। শেয়ার করে ছবিতে লিখেছেন, ‘তোমাকে জানতে’। বোরকা পরিহিত এই ছবিতে লাইক পড়েছে হাজার হাজার। একই দিনে আরও একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেও দেখা যায় হাজার লাইক। মায়াবী চোখের ফারিয়াকেও লাগছিল আকর্ষণীয়।

অনেকেই মন্তব্য করেছেন ‘মাশা আল্লাহ’ বলে। এর মধ্যে তপি খান নামের একজন মন্তব্য করেছেন ‘রোজার লুক’। এর প্রতিউত্তরে ফারিয়া বলেন, ‘আসলে বিষয়টা সেরকম নয়। পরিবারের সঙ্গে আমি যখন সময় কাটাই তখন এভাবেই থাকি।’
নুসরাত ফারিয়ার টলিউডের নতুন ছবি ‘বিবাহ অভিযান’ আগামী ২১ জুন মুক্তি পাচ্ছে। ছবির প্রচারণায় অংশ নিতে ঈদের ছুটি শেষ করেই কলকাতায় উড়াল দেবেন ফারিয়া। ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত রোমান্টিক-কমেডি ছবির শুটিং শুরু হয়েছিল এপ্রিলে। বিরসা দাশ গুপ্ত পরিচালিত ছবিটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে অঙ্কুশকে।
নুসরাত ফারিয়ার প্রথম ছবি ‘আশিকী’। বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনার এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়