শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে বিপুল সংখ্যক ইয়াবাসহ যাত্রী আটক, পৃথক ঘটনায় ৪ মাদক ব্যবসায়ী আটক

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৪০৩ পিস ইয়াবাসহ মোকছেদুল হাওলাদার (২৬) নামের একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার ভোরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। এছাড়া রাজধানীর বাড্ডা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ভোরে কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসে মোকছেদুল। পরে বিমানবন্দরের অভ্যন্তরিণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। এরপর তার ব্যাগে তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। যার মূল্য সাড়ে ১৬ লাখ টাকা বলে জানা গেছে। মোকছেদুল পটুয়াখালির কলাপাড়া থানার খেপুপাড়াস্থ টিয়াখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক বলেন, রোববার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- মো. শামীম হোসেন (৩২), মো. ইসমাইল হোসেন (৫৯), নারগিস আক্তার (৩০) ও মোছা. ফজিলা (২৫)। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়