শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে বিপুল সংখ্যক ইয়াবাসহ যাত্রী আটক, পৃথক ঘটনায় ৪ মাদক ব্যবসায়ী আটক

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৪০৩ পিস ইয়াবাসহ মোকছেদুল হাওলাদার (২৬) নামের একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার ভোরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়। এছাড়া রাজধানীর বাড্ডা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ভোরে কক্সবাজার থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসে মোকছেদুল। পরে বিমানবন্দরের অভ্যন্তরিণ টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। এরপর তার ব্যাগে তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। যার মূল্য সাড়ে ১৬ লাখ টাকা বলে জানা গেছে। মোকছেদুল পটুয়াখালির কলাপাড়া থানার খেপুপাড়াস্থ টিয়াখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক বলেন, রোববার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- মো. শামীম হোসেন (৩২), মো. ইসমাইল হোসেন (৫৯), নারগিস আক্তার (৩০) ও মোছা. ফজিলা (২৫)। তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়