শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০২:৩২ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে নিহত ভারতের ‘শীর্ষ জঙ্গি’ জাকির মুসা আসলে কে?

মৌরী সিদ্দিকা : ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ বা ‘শীর্ষ জঙ্গি’ বলে যাকে বর্ণনা করা হয়, সেই জাকির মুসা বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরে নিহত হয়েছেন। মৃত্যুর পর তার জানাজায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে সমবেত হয়েছিলেন হাজার হাজার মানুষ।বলা হচ্ছে, কাশ্মীরে নতুন করে বড় সহিংসতা শুরু হলো বলে। সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীরে জাকির মুসাকে বন্দি করার পর তাকে গুলি করে হত্যা করা হয়েছে। - বিবিসি

জাকির মুসার আসল নাম জাকির রাশিদ ভাট। সালে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ক্যারিশমাটিক জঙ্গি নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই জাকির। বুরহানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়। জাকির মুসা হিযবুল মুজাহিদিনের থেকে আলাদা হয়ে গিয়ে ২০১৭ সালে আল কায়েদার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।

কাশ্মীরে ভারত শাসনের বিরোধিতাকারী অন্যতম বড় গ্রুপগুলোর একটি এই হিযবুল মুুুুজাহিদিন। জাকির মুসা পরে আনসার গাযওয়াতে-উল-হিন্দ নামে একটি সংগঠন গড়ে তোলেন। বলা হয় ঐ দলটির পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রয়েছে।

ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওয়ানির মৃত্যুর পর এ পর্যন্ত জাকির মুসার নিহত হওয়াই দেশটির সেনাবাহিনীর ‘সবচেয়ে বড় বিজয়’। জাকির মুসার জানাজায় ১০ হাজারের বেশি মানুষ সমবেত হয়েছিলেন। শ্রীনগর সংলগ্ন একমাত্র হাইওয়ের কাছে সমবেত শত শত মানুষ ‘মুসা মুসা জাকির মুসা’ বলে চিৎকার করতে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়