শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ১০:৩২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৯, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ হতে পারে ২০ ওভারের

আক্তারুজ্জামান : পুরো ওয়ানডে ম্যাচের প্রস্তুতি নিতে পারছে না বাংলাদেশ দল। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচের আগেই পড়েছে বৃষ্টি বাগড়ায়। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি না থামলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ওয়ার্মআপ ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টা ২ মিনিটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইসিসি। সেক্ষেত্রে ম্যাচের নির্ধারিত ওভার কমে দাঁড়াবে ২০ ওভারে। বিকেল ৩টা ৩০মিনিটে খেলাটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।
প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফ বলেই আলাদা রোমাঞ্চ কাজ করছে টাইগারদের মাঝে। পয়া ভেন্যুতে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ দল। কার্ডিফ বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ক্রিকেট ক্যানভাস। বিশ্ব মানচিত্রে ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠার গল্প কার্ডিফ থেকেই রচনা করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। দারুণ ফর্মে থাকা বাংলাদেশ দল মোমেন্টাম হাতছাড়া করতে চায় না বিন্দুমাত্র। হোত সেটা প্রস্তুতি ম্যাচ।

অন্যদিকে ব্রেক ছাড়া গাড়ির মতো ছন্নছাড়া পাকিস্তান ক্রিকেট দল। জিততেই যেনো ভুলে গেছে সরফরাজের দল। তবে পাকিস্তান আনপ্রেডিকটেবল বলেই সতর্ক থাকতে হচ্ছে টাইগারদের।

পাকিস্তান স্কোয়াড : ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, শাহীন আফ্রিদি, আসিফ আলী, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ আমির।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়