মঈন মোশাররফ : পুঁজিবাজারে থাকা কোনো কোম্পানির পরিচালক হতে চাইলে থাকতে হবে কমপক্ষে ২ শতাংশ শেয়ার। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি আইনি কড়াকড়ি আরোপ করায় পর্যাপ্ত শেয়ার না থাকা পরিচালকদের নতুন করে প্রচুর শেয়ার কিনতে হবে। এতে করে বাজারে শেয়ার কেনার হার ও বিনিয়োগ দুটোই বাড়বে-বলছে ডিবিএ। তবে শুধুই আইন সংশোধনই নয়, তা প্রয়োগেও বিএসইসিকে তৎপর হতে বলছেন বিশ্লেষকরা। আইন ভঙ্গ করে অতিরিক্ত শেয়ার বিক্রি করছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা। বারবার এমন অনিয়মের অভিযোগে এবার কঠোর অবস্থানে গেল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি। ডিবিসি
এ প্রসঙ্গে পুঁজিবাজার বিশ্লেকষক ড. আবু আহমেদ রোববার ডিবিসি নিউজকে বলেন, এই নিয়মের ফলে যাদের আগে ৩০ পারসেন্ট শেয়ার ছিলো, তাদের শেয়ারের পরিমাণ কমে যাবে। বিএসইসি যদি নিজেদের আইন নিজেরাই সঠিকভাবে না মানে, তাহলে তো তারা বিশ্বাসযোগ্যতা হারাবে।
তিনি আরো বলেন, এমন অভিযুক্তদের বিরুদ্ধে আরো আগে ব্যবস্থা নিলে বাজারে এমন দরপতন হতো না। বেআইনিভাবে ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করা অপরাধ। এর জন্য শাস্তির ব্যবস্থা থাকা উচিত ছিলো। তা না হলে শেয়ার বাজারে কোন শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা থাকবে না। সম্পাদনা : কায়কোবাদ মিলন