শিরোনাম
◈ সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজ ◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা গণতন্ত্রকে ভালবাসেন তারা ঐক্যবদ্ধ হচ্ছে, বললেন মির্জা ফখরুল

শিমুল মাহমুদ : সরকার বেগম জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রেখেছে কারণ তারা (সরকার) জানে যদি তিনি বাহিরে থাকেন তাহলে তাদের সমস্ত ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তারা পালিয়ে যেতে বাধ্য হবে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জাা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের কোন বিচ্ছিন্ন দেশ নয়। বাংলাদেশ এই পৃথিবীর মধ্যে একটি দেশ। আজকের সমস্ত পৃথিবী জুড়ে রাজনীতিতে পরিবর্তন হচ্ছে। এখন সামনে কি করতে হবে সে কারণ আমাদেরকে নির্ধারণ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে যারা জোড় করে ক্ষমতায় বসে আছে তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। ক্ষমতায় আসার পর পরিকল্পিতভাবে বাংলাদেশের সংবিধান ও গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে। মানুষের সমস্ত মৌলিক অধিকার গুলোকে ছিনিয়ে নিয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে অত্যন্ত আনন্দের কথা বাংলাদেশে যারা গণতন্ত্রকে ভালবাসেন, যারা মানুষের অধিকারকে ফিরে পেতে চান তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আর ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পরাজিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ড. আসিফ নজরুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের সদস্য মোস্তফা মহসীন মন্টু, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়