শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা গণতন্ত্রকে ভালবাসেন তারা ঐক্যবদ্ধ হচ্ছে, বললেন মির্জা ফখরুল

শিমুল মাহমুদ : সরকার বেগম জিয়াকে দীর্ঘদিন কারারুদ্ধ করে রেখেছে কারণ তারা (সরকার) জানে যদি তিনি বাহিরে থাকেন তাহলে তাদের সমস্ত ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তারা পালিয়ে যেতে বাধ্য হবে। শনিবার (২৫ মে) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জাা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের কোন বিচ্ছিন্ন দেশ নয়। বাংলাদেশ এই পৃথিবীর মধ্যে একটি দেশ। আজকের সমস্ত পৃথিবী জুড়ে রাজনীতিতে পরিবর্তন হচ্ছে। এখন সামনে কি করতে হবে সে কারণ আমাদেরকে নির্ধারণ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে যারা জোড় করে ক্ষমতায় বসে আছে তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। ক্ষমতায় আসার পর পরিকল্পিতভাবে বাংলাদেশের সংবিধান ও গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে। মানুষের সমস্ত মৌলিক অধিকার গুলোকে ছিনিয়ে নিয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে অত্যন্ত আনন্দের কথা বাংলাদেশে যারা গণতন্ত্রকে ভালবাসেন, যারা মানুষের অধিকারকে ফিরে পেতে চান তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। আর ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পরাজিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ড. আসিফ নজরুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের সদস্য মোস্তফা মহসীন মন্টু, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়