শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যারি কেনকে কোহলির শুভ কামনা জানানো সহ্য হলো না অভিষেক বচ্চনের

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ যুদ্ধের বাকি আছে এখনো ৫দিন। এর আগেই সব দল পৌঁছে গেছে ইংলিশদের স¤্রাজ্যে। সেখানে গা গরম করার পাশাপাশি সামাজিকতাও রক্ষা করছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। এই ধরুন বিরাট কোহলির কথা। ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইংলিশ তারকাদের সাথেও সৌজন্য বিনিময় করছেন। তাদের সঙ্গে তুলে রাখছেন স্মৃতিমূলক সেলফিও।

আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। এই ম্যাচে খেলার আগে লন্ডনে পা রেখেছেন বিরাট কোহলিরা। আর লন্ডনে এসে দেরি করেননি নিজের ইচ্ছা পূরণ করতে। বহুদিনের ইচ্ছাপ‚রণ করে দেখা করে এসেছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে।

দুজনের দেখা হওয়ার কথাটি আগে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার। গতকাল লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুজনের তোলা সেলফিটা ফেসবুকে দিয়েছেন স্থানীয় সময় দুপুর ৫টায়। ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক ভারতের ক্রিকেট অধিনায়কের সঙ্গে তোলা সেলফিটা টুইটে পোস্ট করে লিখেছেন, ‘গত কয়েক বছরে বেশ কিছু টুইট আদান প্রদানের পর বিরাট কোহলির সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। দারুণ এক লোক এবং অসাধারণ খেলোয়াড়।’ ঘণ্টা তিনেক পরে কোহলিও একই ছবি দিয়েছেন টুইটারে, ‘তোমার সঙ্গে দেখা করতে ভালো লাগছে হ্যারি কেইন। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য শুভকামনা।’

এ ধরনের পোস্ট সাধারণত ভালোবাসাই কুড়ায়। কোহলি ও কেইনের পোস্টেও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু টটেনহামের জন্য কোহলির শুভকামনা দেখে মোটেও ভালো লাগেনি অভিষেক বচ্চনের। হাজার হলেও এই অভিনেতা যে টটেনহামের প্রতিদ্ব›দ্বী ক্লাব চেলসির সমর্থক। নগর প্রতিদ্ব›দ্বীদের জন্য কোহলির শুভকামনার জবাব দিয়েছেন কোহলিরই এক ছবি দিয়ে। চেলসির জার্সিসহ কোহলির এক ছবি দেখিয়ে ভারত অধিনায়ককে খোঁচা দিয়েছেন অভিষেক।

মনে করিয়ে দিয়েছেন, এখন যতই টটেনহামের জন্য শুভেচ্ছা জানান, কোহলি মনে মনে চেলসির সমর্থক। ২০১৪ সালে কোহলি নিজেই চেলসির জার্সি নিয়ে ফেসবুকে ছবি দিয়েছিলেন। গত বছর অবশ্য ইংল্যান্ড সফর করার সময় সাউদাম্পটনের ড্যানি ইংসের সঙ্গে সেইন্টদের জার্সি নিয়েও ছবি তুলেছিলেন কোহলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়