শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত সংখ্যালঘু তোষণেই হার হয়েছে মমতার : তসলিমা নাসরিন

হ্যাপি আক্তার : খুব আশা কোলকাতা মহানগর একদিন তাকে আপন করে নেবে। সেই আশাতেই তিনি বারবার সোশ্যাল মাধ্যমে নিজের মত প্রকাশ করেন। তিনি তসলিমা নাসরিন। আবারও সম্ভবত ফিরে আসার সেই আশাতেই মুখ খুললেন তিনি। তার ইঙ্গিত সর্বধর্ম নয়, বেশি সংখ্যালঘু তোষণেই নির্বাচনে খারাপ অবস্থা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা ২৪।

তসলিমার শুক্রবার রাতের ট্যুইট পুরোদস্তুর কলকাতা ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে। তসলিমার বক্তব্যে স্পষ্ট সংখ্যালঘু, সংখ্যাগুরু রাজনৈতিক মেরুকরণের কথা। তিনি মনে করছেন মেরুকরণের ধারা পশ্চিমবাংলায় চলছে। বরাবরই সোজাসুজি কথা বলেন বিখ্যাত লেখিকা। এবারও তার অন্যথা হয়নি। তিনি লিখেছেন, “আমরা এতদিনে জেনে গিয়েছি যে, শুধুমাত্র মুসলিমদের সন্তুষ্ট করে সবসময় নির্বাচনে জেতা যায় না। এই বিষয় এবং ধারনা যদি মুছে গিয়েই থাকে, তাহলে হয় তো আমাকে কলকাতা প্রবেশ করতে বাধা দেওয়া হতো না।”

এই লেখার মাধ্যমে তসলিমার প্রথম আক্রমণ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। কারণ একের পর এক ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অতিরিক্ত সংখ্যালঘু ভোট পাওয়ার প্রচেষ্টার অভিযোগ এনেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সেদিক থেকে তসলিমা নিজে ইসলাম ধর্মাবলম্বী হলেও তিনি নিজেকে সব সময়েই সংখ্যালঘু গুরু এই মেরুকরণের বাইরে রেখেছেন। মুক্ত কণ্ঠে তিনি বলতে চেয়েছেন মনের কথা।

মুসলিম সম্প্রদায়ের হয়েও সম স¤প্রদায়েরর হাতেই তার অত্যাচারিত হওয়ার কথা সব সময় তার লেখায় ফুটে উঠেছে। লেখায় বারবার স্পষ্ট হয়েছে। মহিলা হয়েও মহিলার লড়াইয়ের কথা বলতে গিয়ে পশ্চিম বঙ্গের এসেও তাকে বাধা পেতে হয়েছে। তার প্রিয় শহর কলকাতাতেও তিনি থাকতে পারেননি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আসন সংখ্যা ২০১৪-র ৩৪ থেকে কমে ২২টিতে এসে ঠেকেছে। তসলিমা যেন তার ওই পোস্টে বলতে চেয়েছেন যে, মুসলিমদের এতো সুযোগ সুবিধা দিয়েও মানুষের ভালোবাসা পাওয়া গেল না। ভোট পাওয়া গেল না। সবধর্মের মানুষকে সমান চোখে দেখা হয়নি বলেই তৃণম‚লের এই ভরাডুবি হয়েছে বলে ইঙ্গিত তসলিমার।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি নির্বাচনী সভায় গিয়ে সর্বধর্মের প্রতি তার সহাবস্থানের কথা বলেছেন কিন্তু তসলিমা মনে করছেন আদৌ সেটা হয়নি। তাঁর দাবি, সর্বধর্ম এবং সেক্যুলার ভাবনা যদি বিরাজ করত এই রাজ্যে তাহলে তাঁকে তাঁর প্রিয় শহর কলকাতায় প্রবেশ করতে বাধা দেওয়া হতো না।

প্রসঙ্গত এই ট্যুইটের পিছনে তসলিমার খোঁচা দিয়েছেন বামকেও। কারণ সেই সময় থেকেই তিনি কলকাতায় বারংবার বাধা পেয়েছেন। এবারের লোকসভা নির্বাচনে তাঁর টার্গেটের একজনের আসন সংখ্যা প্রচুর কমে গিয়েছে, অপর দল বামেদের আসন সংখ্যা শূন্য।

পিছনে ফিরে দেখলেই তসলিমার বক্তব্যের সঙ্গে মিল স্পষ্ট হয়ে যাবে। তসলিমা নাসরিনকে ঘিরে বিক্ষোভ সামাল দিতে সেনা তলব এবং পত্রপাঠ তসলিমা বিদায় ২০০৭-এর ঘটনা। তখন রাজ্যে বামেরা। আরও পিছিয়ে ২০০৩ সালের ২৮ নভেম্বর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয় তসলিমার লেখা বই ‘দ্বিখণ্ডিত।’ ২০০৮ খ্রিস্টাব্দের ১৯শে মার্চ তসলিমা ভারত ছাড়তে বাধ্য হন।

এরপর মমতা-জমানায় কলকাতা বইমেলায় তসলিমার সেই বিখ্যাত ‘নির্বাসন’-বই প্রকাশ করা সম্ভব হয়নি। ২০১২ সালের কলকাতা বইমেলায় ‘নির্বাসন’ প্রকাশ হওয়ার কথা থাকলেও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের নির্দেশে তা বাতিল হয়ে যায়। তারপর থেকেই বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামেদের প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তসলিমা। এবারও তার অন্যথা হল না। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়