শিমুল মাহমুদ : ভারতের নির্বাচনের সবথেকে ভালো দিক হলো তাদের জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছে। মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পেরেছে, যা বাংলাদেশের মানুষ পারেনি।
২৪ মে (শুক্রবার) বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে মোদি সরকারকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। দুই একদিনের মধ্যে বার্তা তাদের কাছে পৌঁছাবে।
যারাই বিজয়ী হয়েছেন, আমরা দলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই।