আসিফুজ্জামান পৃথিল : দুইদিনের ‘মৌনব্রত’ ভেঙে আবারও টুইটারে সরব হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার শেষ ধাপের ভোটগ্রহণের পরই একদম নিশ্চুপ হয়ে গিয়েছিলেন টুইটারে নিয়মিত পোস্ট করা মোদী। তবে লোকসভা নির্বাচনের ভোট গণনায় নিজের দলের নিরঙ্কুশ বিজয়ের খবর প্রকাশ হওয়ার পরই টুইটারে ফিরে আসেন তিনি। মোদী লিখেছেন, আবারও জিতলো ভারত।
মোদী আরো লিখেছেন, আমরা একসঙ্গে বাড়ছি। একসঙ্গেই আমাদের উন্নতি হচ্ছে। এদিরেক টুইটারে হিন্দিতে পোস্ট করে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ইসায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। মোদীকে বন্ধু সম্বোধন করে ইসরায়েলি এই নেতা হিন্দি এবং হিব্রুতে লিখেছেন, ওয়েল ডান। তিনি দুই দেশের মধ্যে ক্রমান্নয়ে বাড়তে থাকা মিত্রতাকে আরো শক্তিশালী করার শপথ করেছেন।
এদিকে আনন্দ ও অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। নেতাকর্মী ও সমর্থকরা এই বিজয়কে সুনামী ও ভূমিধ্বসের সঙ্গে তুলনা করছেন। জেষ্ঠ্যমন্ত্রী সুসমা স্বরাজ, সুরেশ প্রভু, রামবিলাশ পাষাণ টুইটারে অভিনন্দন জানিয়েছেন। ভোক্তা অধিকার মন্ত্রী ও জনস্বাক্ষী পার্টির নেতা পাষাণ লিখেন, ‘এটি শুধুমাত্র নির্বাচন নয়, এটি ছিলো মোদীর সুনামি। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আরেক মন্ত্রী প্রভু লিখেন, ‘এটি ভূমিধ্বস ব্যতিরেকে কিছুই নয়। একটি রাজনৈতিক সুনামিতে পুরো দেশ ভেসে গেলো। বাস্তবেই বিজেপিই সেরা। উত্তর-দক্ষিণ সব স্থানেই জনতা আমাদের ভোট দিয়েছে।’ আরেক টুইটবার্তায় সুসমা স্বরাজ জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।