আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ১০ লাখ টাকা মূল্যে চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। বুধবার রাত ৮.৩০ মিনিটের সময় পোড়াগাছা ইউনিয়নের আজাদ নগর বাজার এলাকা থেকে (৩০ ব্যারেল) প্রায় ১০ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী মো. রফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় চিংড়ির পোনাগুলো জব্দ করা হয়। আটককৃত পোনাগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এবং এ অভিযান অব্যাহত থাকবে।