শিরোনাম
◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ১১:৪৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০১৯, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন ওয়ার্নার ও স্মিথ

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ স্কোয়াডে ফেরার পর এবার ২০১৯-২০২০ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও ফিরলেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে চুক্তি থেকে বাদ পড়েছেন পেসার জেমস প্যাটিনসন ও অলরাউন্ডার মিচেল মার্শ।

গত বছর কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং-এর সাথে জড়িত থাকার দায়ে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই সাথে অস্ট্রেলিয়ার চুক্তি থেকেও বাদ পড়েন তারা।

নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় আসন্ন মৌসুমের জন্য ঘোষিত নতুন চুক্তির তালিকায় নাম উঠলো স্মিথ-ওয়ার্নারের। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলেও আছেন তারা। স্মিথ-ওয়ার্নারকে চুক্তিতে রাখার বিষয়ে সিএ’র নির্বাচকদের প্রধান ট্রেভর হন্স বলেন, ‘আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজের কথা চিন্তা করেই আমরা এমন চুক্তির তালিকা প্রকাশ করেছি। আমরা বিশ্বাস করি, ২০১৯-২০ চুক্তির তালিকায় থাকা খেলোয়াড়রা ক্রিকেটের তিন ফরম্যাটে নিজেদের পারফরমেন্স প্রদর্শনে সক্ষম হবে।’

২০১৯-২০২০ মৌসুমের জন্য সিএ’র চুক্তির তালিকা : প্যাট কামিন্স, নাথান কলটার-নাইল, অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, জশ হ্যাজেলউড, নাথান লিঁয়, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, টিম পাইন, জেমস প্যাটিনসন, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়িনিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়